Breaking News

Attack on Tourists in Pahalgam

পাহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা: ভয়, আতঙ্ক ও নিরাপত্তা প্রশ্নে ফের উদ্বেগ

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। “আমরা প্রথমে ভাবলাম কেউ আতশবাজি ফাটাচ্ছে, কিন্তু পরে বুঝি ওটা গুলি চলছিল।

Attack on Tourists in Pahalgam: What Happened? %%page%% %%sep%% %%sitename%%

attack on tourists in pahalgam

ক্লাউড টিভি ডেস্ক : কাশ্মীরের অনন্তনাগ জেলার জনপ্রিয় পর্যটন স্থান পাহেলগামের উপরের এলাকায় আজ (মঙ্গলবার) এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে (Attack on Tourists in Pahalgam)। প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছু সন্দেহভাজন জঙ্গি বায়সারান অরণ্যের দিকে ঘুরতে যাওয়া একদল পর্যটকের উপর গুলি চালায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পর্যটক, যাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত।

হামলার সময়কার আতঙ্ক এবং বিশৃঙ্খলা পরিস্থিতি তীব্র হয়ে ওঠে যখন এক নারী পর্যটক পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে তাদের জানায় যে তারা বায়সারান অঞ্চলে হামলার(Attack on Tourists in Pahalgam) মুখে পড়েছেন। পুলিশ দ্রুত একটি রেসকিউ টিম পাঠায় এবং বনভূমির মধ্যে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের জন্য অভিযান চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে গুলির শব্দ শুনতে পান। “আমরা প্রথমে ভাবলাম কেউ আতশবাজি ফাটাচ্ছে, কিন্তু পরে বুঝি ওটা গুলি চলছিল। সবাই দৌঁড়ে পালাতে শুরু করে,” বলেন দিল্লি থেকে আগত এক পর্যটক।

স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে দ্রুত অভিযান চালিয়ে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। বেশ কিছু আহতকে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে, যার অবস্থা আপাতত স্থিতিশীল।

শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

চলন্ত বাসে উদ্দাম যৌনতা! মুম্বইয়ের রাস্তায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, উঠছে একাধিক প্রশ্ন

অনন্তনাগ জেলার পুলিশ সুপার জানিয়েছেন, “এই হামলার (Attack on Tourists in Pahalgam) পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে।”

কাশ্মীরের এলজে অফিস (লেফটেন্যান্ট গভর্নর) এক বিবৃতিতে জানিয়েছেন, “এই কাপুরুষোচিত হামলা নিন্দনীয়। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই হামলার পর দেশব্যাপী পর্যটন শিল্প নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে পর্যটন পুনরুজ্জীবনের চেষ্টা চলছে কাশ্মীরে, অন্যদিকে এ ধরনের হামলা (Attack on Tourists in Pahalgam) সেই প্রচেষ্টায় বড় ধাক্কা।

পর্যটন বিশ্লেষকরা মনে করছেন, কাশ্মীরের মতো হাই-সেন্সিটিভ এলাকায় পর্যটন চালু রাখলে আরও জোরালো নিরাপত্তা পরিকল্পনা প্রয়োজন। “শুধু সেনাবাহিনী মোতায়েন নয়, ইনটেলিজেন্স এবং লোকাল সাপোর্টও সমান জরুরি,” বললেন একজন নিরাপত্তা বিশেষজ্ঞ ।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তদন্তকারীরা মনে করছেন এটি কোনও বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাজ হতে পারে, যারা শান্তিপূর্ণ পর্যটন ধারা ব্যাহত করতে চায়।

#কাশ্মীরহামলা #পাহেলগামগোলাগুলি #সন্ত্রাস #পর্যটকনিরাপত্তা #CloudTVNews #attack #tourists #pahalgam

আরও পড়ুন :

SSC Protest : দুপুর থেকে শুরু হওয়া অবস্থান বিক্ষোভ রাতভর গড়িয়েছে তীব্র ক্ষোভ ও অভিমানে |cloudTV

চীনে সফল পরীক্ষামূলক বিস্ফোরণ ‘নন-নিউক্লিয়ার হাইড্রোজেন বোমার’! যুদ্ধপ্রযুক্তি ও জ্বালানির জগতে নতুন দিগন্ত

ad

আরও পড়ুন: