AadhaarOTP TatkalBooking2025
ক্লাউড টিভি ডেস্ক : আগামী ১ জুলাই থেকে তৎকাল ট্রেন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বড়সড় বদল আনছে ভারতীয় রেল ও IRCTC। যাত্রী নিরাপত্তা, প্রতারণা রোধ এবং টিকিট বুকিং ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করতে একাধিক নতুন নিয়ম (AadhaarOTP TatkalBooking2025) চালু করা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী, তৎকাল টিকিট কাটতে গেলে আধার লিঙ্ক ও ওটিপি যাচাই বাধ্যতামূলক হবে।
“যুদ্ধবিরতি তখনই সম্ভব যখন আমরা আমাদের প্রতিশোধ শেষ করেছি” : ইরান
১ জুলাই থেকে তৎকাল টিকিটে বড় পরিবর্তন: বাধ্যতামূলক হচ্ছে আধার ভেরিফিকেশন
তৎকাল বুকিং অনেক সময়ই অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং জালিয়াতদের অন্যতম লক্ষ্য হয়ে ওঠে। তাই IRCTC এবার আধার যাচাই ও OTP (One Time Password)-এর মাধ্যমে এই সিস্টেমকে আরও বেশি নিরাপদ ও ট্র্যাকযোগ্য করতে চলেছে।
প্রথমেই যেতে হবে IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে – www.irctc.co.in।
ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
লগইন করার পরে নিজের IRCTC প্রোফাইলে গিয়ে আধার নম্বর যুক্ত করতে হবে।
একবার আধার লিঙ্ক হলেই, একটি OTP পাঠানো হবে সেই নম্বরে যেটি আধারের সঙ্গে সংযুক্ত।
‘Book Ticket’ অপশন থেকে ‘Tatkal’ বুকিং টাইপ বেছে নিতে হবে।
এরপর কোথা থেকে কোথায় যাবেন, কোন তারিখে এবং কোন ক্লাসে ভ্রমণ করবেন, তা নির্বাচন করতে হবে।
প্রত্যেক যাত্রীর নাম, বয়স, পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে।
সঙ্গে পছন্দের সিট টাইপ (Lower, Upper, Side) নির্বাচন করে কনফার্ম করুন।
সবকিছু ঠিকঠাক হলে ভাড়ার তালিকা আসবে। এরপর Proceed to Payment অপশন থেকে পেমেন্ট করতে পারবেন।
১৫ জুলাই ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় আরও একটি নতুন স্তর যুক্ত হবে।
এবার টিকিট কনফার্ম করার আগে, যাত্রীর আধার-যুক্ত মোবাইলে OTP যাবে। সেই OTP না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না। এই ধাপটি মূলত প্রতারণা রুখতে এবং আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
ডেবিট বা ক্রেডিট কার্ড
ইউপিআই (Google Pay, PhonePe, etc.)
নেট ব্যাঙ্কিং
IRCTC Wallet
IRCTC ও ভারতীয় রেলের দাবি, প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী তৎকাল টিকিট কাটেন। অনেক সময় এজেন্ট বা হ্যাকাররা বট ব্যবহার করে টিকিট ব্লক করে নেন, যার ফলে সাধারণ যাত্রীরা বঞ্চিত হন। আধার-ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করলে যাত্রী নিজেই নিজের টিকিট বুকিং করতে পারবেন, এবং জালিয়াতির পরিমাণ কমবে।
আরও পড়ুন :
সেন্ট জেভিয়ার্স স্কুল ইউরোপের মাঠে, খেলবে রিয়াল–জুভেন্টাসদের সঙ্গে!
কাকদ্বীপে উপকূলে ধরা পড়ল ২৫ টন ইলিশ – মৎস্যজীবীদের হাওয়ায় খুশির ঢেউ