ACLocalTrain SealdahRanaghat
ক্লাউড টিভি ডেস্ক : বাংলার যাত্রীদের জন্য এক নতুন ইতিহাস রচনা করতে চলেছে ভারতীয় রেল। পূর্ব ভারতের প্রথম সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) লোকাল ট্রেন এবার মিলছে শিয়ালদহ-রানাঘাট রুটে। রেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, ১০ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই এসি লোকাল ট্রেনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রীরা সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। স্বাধীনতা দিবসের আগে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষ।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্পূর্ণ এসি ট্রেনটি তৈরি হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে। ১২ কোচের এই ট্রেনটির প্রতিটি কোচেই থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ, অটোমেটিক স্লাইডিং ডোর এবং নিরাপত্তা প্রযুক্তি। এছাড়াও প্রতিটি কোচের দরজাগুলোর নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র চালকের হাতে, যিনি দরকার অনুযায়ী দরজা খোলা-বন্দের দায়িত্ব নেবেন।
এ ট্রেনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো ভেস্টিবুলার গ্যাংওয়ে, যার মাধ্যমে যাত্রীরা চলন্ত ট্রেনেই এক কোচ থেকে অন্য কোচে যেতে পারবেন অনায়াসে। এই ব্যবস্থা সাধারণত দূরপাল্লার ট্রেনে দেখা গেলেও এবার লোকাল ট্রেনেও তার সুবিধা মিলছে। ফলে কোনও জরুরি মুহূর্তে বা ভিড়ের সময় এক কোচ থেকে অন্য কোচে যাতায়াত সহজ হবে।
নতুন এই এসি লোকাল ট্রেনের স্টেইনলেস স্টিলের গঠন আরও বেশি নিরাপদ ও টেকসই করে তুলেছে। অন্য লোকাল ট্রেনের তুলনায় যাত্রীদের বসার জায়গাও তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। আধুনিক শহরের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এই ট্রেন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে রেল দফতর।
প্রথম ধাপে ট্রেনটি চলবে শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও রুটে চালানোর ভাবনা রয়েছে রেলের।
এই উদ্যোগে খুশি সাধারণ যাত্রীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসা করেছেন রেলের এই আধুনিক পদক্ষেপের। তারা মনে করছেন, কমিউটার ট্র্যাভেলকে আরামদায়ক ও নিরাপদ করে তুলতে এই উদ্যোগ সময়োপযোগী।
আরও পড়ুন :
ম্যাচ সেরা হয়ে ফুটবলার পেলেন ১০০ ডিম, ২০ লিটার দুধ
ভয়ংকর বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক, বিস্ফোরণে কাঁপবে শত্রুর ঘাঁটি