Breaking News

AdhirChowdhury Masterstroke

মজবুত হল উত্তরের জমি, বিজেপির বার্লার পর কংগ্রেসের শঙ্করকে তুলে নিল তৃণমূল, অধীরের পাল্টা চাল মুর্শিদাবাদে

অধীরের পাল্টা চাল: মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন কার্তিক সাহা ও ৫০+ কর্মী

AdhirChowdhury Masterstroke Shakes Political Scene %%page%% %%sep%% %%sitename%%

AdhirChowdhury Masterstroke

ক্লাউড টিভি ডেস্ক  : একদিকে যখন তৃণমূল কংগ্রেস ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দল সাজাচ্ছে, অন্যদিকে কংগ্রেসও মুর্শিদাবাদে নিজের জমি ধরে রাখতে পাল্টা চাল দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে নিজেদের জমি পোক্ত করতে এবার আরও এক মাস্টারস্ট্রোক খেলল ঘাসফুল শিবির। বিজেপির জন বার্লার পর এবার কংগ্রেসের হেভিওয়েট নেতা শঙ্কর মালাকারকে দলে টেনে চমকে দিল তৃণমূল। পাল্টা ছাল দিলেন অধীর ও (AdhirChowdhury Masterstroke)।

দুইবারের বিধায়ক এবং দীর্ঘদিনের জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বুধবার তৃণমূল ভবনে সুব্রত বক্সি ও অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ঘাসফুলে যোগ দেন। রাজনৈতিক মহলের মতে, এই দলবদল উত্তরবঙ্গে তৃণমূলের সাংগঠনিক শক্তিকে যেমন বাড়াবে, তেমনি কংগ্রেসের জন্য এটি বড় ধাক্কা।

২০১১ থেকে ২০২১ পর্যন্ত শঙ্কর ছিলেন মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক। সেই সঙ্গে প্রায় দুই দশক ধরে দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। এ দিন যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শঙ্কর বলেন,

“বিজেপি উত্তরবঙ্গকে ছিন্নভিন্ন করতে চাইছে। কংগ্রেসে থেকে আর লড়া যাচ্ছিল না। তাই তৃণমূলে যোগ দিলাম। দলনেত্রীর ডাকে সাড়া দিয়েছি।”

তৃণমূলের পক্ষ থেকে সুব্রত বক্সি বলেন,

“শঙ্করবাবু যোগ দেওয়ায় আমাদের সংগঠন আরও শক্তিশালী হবে।”
অরূপ বিশ্বাস জানান,
“দিদির নির্দেশেই শঙ্কর মালাকারকে দলে নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের লড়াই আরও জোরদার হবে।”

আনচেলত্তিকে পেতে ‘ছাড়েনি কিছুই’ ব্রাজিল, স্কালোনির তুলনায় ৪ গুণ বেতন

https://cloudtv.news/sports/cricket/ipl-2025/saisudharsan-shines-in-ipl-2025-with-759-runs-in-15-innings/

অধীরের পাল্টা চাল মুর্শিদাবাদে

অন্যদিকে শঙ্করের যোগদানের দিনেই কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা মাস্টারস্ট্রোক দিলেন অধীর চৌধুরী। বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে প্রাক্তন সহ-সভাপতি কার্তিক সাহা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন। তাঁর সঙ্গে আরও পঞ্চাশের বেশি কর্মী-সমর্থক ঘাসফুল ছেড়ে ফিরে যান কংগ্রেসে।

কার্তিক সাহা ২০২২ সালে তৃণমূলে যোগ দিলেও দলীয় অভ্যন্তরে ‘অসম্মানজনক ব্যবহার’ নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন। কংগ্রেসে ফিরে এসে বলেন,

“পৌরবোর্ড গঠনের পর থেকেই আমাদের পাশে দাঁড়ায়নি তৃণমূল। সেই কারণেই আবার ঘরে ফেরা।”

এই পাল্টাপাল্টি দলে টানা এবং ছেড়ে যাওয়ার রাজনীতিতে পরিষ্কার, ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছে সব দল। উত্তরবঙ্গে বিজেপির দখলকে চ্যালেঞ্জ করতে চায় তৃণমূল। অন্যদিকে কংগ্রেসের কাছে এই অঞ্চল মর্যাদার লড়াইয়ের জায়গা হয়ে উঠছে।

আরও পড়ুন :

আর্জেন্টিনার বিস্ময়বালক মাস্তানতুয়োনোকে নিয়ে রিয়াল-পিএসজির দড়ি টানাটানি, কে জিতবে এই ট্রান্সফার যুদ্ধ?

জেল থেকেই নেতৃত্ব! ইমরান খান হলেন পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’

ad

আরও পড়ুন: