Breaking News

AlcarazVsSinner

আলকারাজ বনাম সিনার ফাইনাল: ইতিহাস গড়ল রোলাঁ গারোর কোর্টে, কিংবদন্তিদের মুখেও বিস্ময়

ফরাসি ওপেন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ফাইনাল—৫ ঘণ্টা ২৯ মিনিটের মহারণ

AlcarazVsSinner: A Historic Tennis Final %%page%% %%sep%% %%sitename%%

AlcarazVsSinner

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | শান্তিপ্রিয় রায়চৌধুরী: রবিবার রাতে প্যারিসের ক্লে কোর্ট যেন সাক্ষী থাকল টেনিস ইতিহাসের এক মহান কাব্যরচনার। রোলাঁ গারোর ফাইনালে পাঁচ ঘণ্টা ২৯ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে দুই সেটে পিছিয়ে থেকেও ম্যাচ জিতে নিলেন কার্লোস আলকারাজ (AlcarazVsSinner )। ২২ বছরের এই স্প্যানিশ টেনিস সেনসেশন প্রতিপক্ষ ইতালির ইয়ানিক সিনারের বিরুদ্ধে ফরাসি ওপেনের ইতিহাসে দীর্ঘতম ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলেন।

বিশেষজ্ঞ থেকে শুরু করে কিংবদন্তি—সবারই মুখে এখন আলকারাজ-সিনার যুগলের নাম। তাঁদের পারফরম্যান্স দেখে অনেকে বলছেন, ফেদেরার-নাদাল-জোকোভিচদের সোনালি যুগও হয়তো টপকে গেল এই প্রজন্ম।

টেনিসের রংটা এখন বদলে গেছে

পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলারের তকমা পেলেন লিওনেল মেসি

এই ম্যাচটি শুধুই দীর্ঘতম ফাইনাল নয়, ছিল চূড়ান্ত মানের। দুই প্রতিযোগী মিলে ১২৩টি উইনার শট মারেন। প্রতিটি পয়েন্টে ছিল তুমুল লড়াই। ম্যাচের শেষে পয়েন্টে এগিয়ে ছিলেন সিনার (১৯৩ বনাম ১৯২)। কিন্তু ভাগ্য সেদিন ছিল আলকারাজের পক্ষে। ইতিহাসের খুব কাছাকাছি গিয়েও ১৯৭৬ সালের পর প্রথম ইতালিয়ান চ্যাম্পিয়ন হতে পারলেন না সিনার।

প্রাক্তন ফরাসি ওপেনজয়ী সুইডিশ তারকা ম্যাটস উইলান্ডার বলেন, “শেষের কয়েকটি পয়েন্ট দেখে মনে হচ্ছিল আমি কোনও ভিডিও গেম দেখছি। আমি নিশ্চিত ছিলাম না যে ফেদেরার-নাদালের যুগের পর এমন কিছু দেখা যাবে। কিন্তু এ তো আরও একধাপ উপরে!”

জিম কুরিয়ার, যিনি নিজেও ফরাসি ওপেন জিতেছেন, বলেন, “এই দুইজনের মধ্যে এটিই প্রথম ফাইনাল। টাইব্রেকারে আলকারাজ যেভাবে খেলেছে, তা স্বর্গীয় টেনিস ছাড়া কিছু নয়।”

সাতবার গ্র্যান্ড স্ল্যামজয়ী কিংবদন্তি জন ম্যাকেনরোও প্রশংসায় ভাসালেন, “এই মুহূর্তে ওদের খেলা দেখে মনে হয় নাদাল তাঁর সেরা সময়েও হয়তো হারাতে পারতেন না। যেমন এনবিএ-তে আমরা ভাবি মাইকেল জর্ডান সেরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন কিংবদন্তি জন্ম নেয়।”

আন্দ্রে আগাসি, আরেক কিংবদন্তি ফরাসি ওপেনজয়ী, বলেন, “আলকারাজের জন্য ঘাস হতে পারে আদর্শ সারফেস। ওর ডিফেন্স আর গতির মিশ্রণ এমন যে মাঝে মাঝে নোভাককেও ছাপিয়ে যায়। ওর খেলায় ফেদেরারের মতো স্টাইলও আছে, কখনও আবার রাফার থেকেও বেশি স্পিন।”

এই ম্যাচ শুধু দুই প্রতিভাবান তরুণের লড়াই নয়, টেনিসের ভবিষ্যৎ দিশাও দেখিয়ে দিল। সিনার ও আলকারাজ দুজনেই অল্প বয়সে এত পরিপক্ব, যা বড় কোনও যুগের শুরু বলে মনে করছেন অনেকেই। ২০২০-র দশকে টেনিস আরও গতিময়, আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে।
এখনকার প্রশ্ন একটাই: এই দুই তারকার প্রতিদ্বন্দ্বিতা কোথায় গিয়ে থামবে?

আরও পড়ুন :
নবান্নের মধ্যস্থতায় মোহনবাগান ক্লাবে নির্বাচন পরবর্তী শান্তি! টুটু বসুর জন্য আসছে ‘আলঙ্কারিক’ চেয়ারম্যান পদ

চীন থেকে বিপজ্জনক ছত্রাক চোরাচালান: মার্কিন তদন্তে উদ্বেগ, বিশেষজ্ঞদের মতে COVID-এর থেকেও বড় হুমকি

ad

আরও পড়ুন: