Breaking News

AliaPregnancy

কান উৎসব থেকে চমক! আবারও মা হতে চলেছেন আলিয়া ভাট? জল্পনায় তোলপাড় নেটদুনিয়া

ফ্যাশনেবল লুকে ‘বেবি বাম্প’ দেখা যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়, নেটিজেনরা বলছেন ‘আলিয়া আবার প্রেগন্যান্ট’

AliaPregnancy: Is Alia Bhatt Expecting Again? %%page%% %%sep%% %%sitename%%

AliaPregnancy

প্যারিস/মুম্বই, ২৫ মে ২০২৫ : ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটে তাক লাগালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গ্ল্যামার ও সৌন্দর্যের মিশেলে তার লুক ছিল নিখুঁত। কিন্তু পোশাকের আড়ালে যেন লুকিয়ে ছিল আরেকটি খবর—আবারও মা (AliaPregnancy) হতে চলেছেন আলিয়া? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে, সোশ্যাল মিডিয়া জুড়ে আর ভক্তদের মনে।

নেটিজেনদের দাবি, আলিয়ার গাউন এবং চলাফেরার ধরন দেখে স্পষ্ট যে তিনি অন্তঃসত্ত্বা। যদিও এখনও পর্যন্ত আলিয়া বা রণবীর কেউই আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কিছু বলেননি। তবে কান উৎসবের লাল গালিচা থেকেই খবরের শিরোনামে চলে এলেন কাপুর পরিবারের ‘বহু’।

এবারের কান উৎসবে আলিয়ার উপস্থিতি নিয়ে আগে থেকেই ছিল ধোঁয়াশা। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে গুঞ্জন উঠেছিল যে আলিয়া উৎসব বয়কট করতে পারেন। কিন্তু শেষ পর্যন্ত বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী সমস্ত বিতর্ককে পাশ কাটিয়ে ফ্রান্সের ফ্যাশনের শহর কানে পৌঁছান এবং উপস্থিত হন রেড কার্পেটে।

তিনি পরেছিলেন সফট প্যাস্টেল শেডের একটি সিল্ক গাউন, যা ছিল ঢিলেঢালা এবং ক্লাসিক হাই-ফ্যাশনের আদলে তৈরি। সেই গাউনের আড়ালে ছিল একটি সম্ভবত বেড়ে ওঠা বেবি বাম্প—যা নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা।

২০২২ সালের নভেম্বরে রাহার জন্ম দেন আলিয়া ভাট। প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়েও তিনি একাধিকবার কথা বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। এখন, রাহা যখন মাত্র দেড় বছরের, তখনই যদি আবার মা হন আলিয়া, তবে তা নিঃসন্দেহে বড় চমক বলিউডের জন্য।

কান ফিল্ম ফেস্টিভ্যালে আলিয়ার ছবি ছড়িয়ে পড়তেই ভক্তরা পোস্ট করতে শুরু করেন—
“ওহ মাই গড, আলিয়া কি আবার মা হতে চলেছেন?”
“রণবীর-আলিয়ার পরিবারে আবার নতুন অতিথি আসছে বুঝি!”
“বেবি বাম্প স্পষ্ট, এটা লুকোনো যাচ্ছে না আর!”

যদিও এসবই আপাতত গুজবের স্তরে রয়েছে। কারণ এ বিষয়ে কাপুর পরিবার বা মহেশ ভাটের দিক থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Adopted Daughter জন্মের পরিচয় খুঁজে দেখেন—ফেসবুক ফ্রেন্ডলিস্টেই ছিলেন বাবা

কান উৎসবে যাচ্ছেন না আলিয়া ভাট, ঐশ্বরিয়া থাকছেন আগের মতোই আলোচনায়

কাপুর পরিবারের নতুন প্রজন্ম রাহাকে নিয়ে বরাবরই আগ্রহী মিডিয়া ও অনুরাগীরা। তার জন্মের পর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
আলিয়া-রণবীর বরাবরই চেষ্টা করেছেন মেয়েকে মিডিয়ার লাইমলাইট থেকে দূরে রাখতে।

তবে যদি সত্যি দ্বিতীয় সন্তান আসছে, তাহলে তা নিঃসন্দেহে হবে একটি বড় খবর—বিশেষ করে কাপুর পরিবারের মতো বিখ্যাত তারকাখচিত বংশের ক্ষেত্রে।

রণবীর কাপুর বিভিন্ন সাক্ষাৎকারে পিতৃত্ব উপভোগ করার কথা বলেছেন এবং জানিয়েছেন, “রাহা আমার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।” এখন যদি আবারও তাদের পরিবারে নতুন সদস্য আসেন, তবে সেটি নিঃসন্দেহে একটি খুশির খবর।

এই মুহূর্তে কাপুর দম্পতি কেন চুপ রয়েছেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। একদিকে বলিউডের একাংশ বলছে, তারা হয়তো প্রাইভেসি রক্ষা করতে চাইছেন। আবার অন্যদিক থেকে বলা হচ্ছে, হয়তো এখনও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়, তাই চুপচাপ রয়েছেন তারা।

আলিয়া ভাট বরাবরই গর্ভাবস্থার মতো ব্যক্তিগত বিষয়ে নির্দিষ্ট পর্যায়ে গিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। প্রথম সন্তান রাহার ক্ষেত্রেও তিনি খবরটি দেন নিজেই ইনস্টাগ্রামে।

তাই ভক্তরা এখন অপেক্ষায়—আবারও কি আলিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে জানাবেন সেই বহুল প্রতীক্ষিত খবর?

আরও পড়ুন :

মাইকেল শুমাখারের ঐতিহাসিক ফেরারি বিক্রি ১৮.১৭ মিলিয়ন ডলারে, এফওয়ান ইতিহাসে নতুন রেকর্ড

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র ‘ট্রাইডেন্ট II D5’: কার হাতে আছে এই অদম্য অস্ত্র

ad

আরও পড়ুন: