Breaking News

AmitShahRetirement

হঠাৎ অমিত শাহ’র কণ্ঠে অবসর, অবাক বিজেপি! নতুন জল্পনায় উত্তাল রাজনৈতিক মহল

অমিত শাহ বললেন, অবসরের পর পড়াশোনা ও কৃষিকাজে মন দেবেন। এই ঘোষণায় বিজেপি ও রাজনৈতিক মহলে জল্পনার ঢেউ। তবে এখনই অবসর নয়—কবে সেটা ঘটবে, রহস্য থেকেই গেল।

AmitShahRetirement Plans Spark Political Speculation %%page%% %%sep%% %%sitename%%

AmitShahRetirement

ক্লাউড টিভি ডেস্ক : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের সঙ্গী অমিত শাহ এবার নিজেই ছড়ালেন বিস্ময়ের রসদ। বিজেপির রাজনীতির অন্যতম স্তম্ভ, যিনি দলকে সংগঠিত করে একের পর এক রাজ্যে বিজয়ের কাহিনি লিখেছেন, সেই নেতা হঠাৎই জানালেন অবসরের পর কী করবেন। গুজরাটের এক সমবায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বললেন, “অবসরের পর (AmitShahRetirement) আমি পড়াশোনা করব—বেদ, উপনিষদ, হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে। পাশাপাশি মন দেব প্রাকৃতিক কৃষিতে।”

এই কথাটি সামনে আসতেই গোটা রাজনৈতিক মহলে বয়ে যায় আলোড়ন। বিজেপির অভ্যন্তরে তো বটেই, বিরোধীরাও প্রশ্ন তুলছেন—তবে কি ধীরে ধীরে বিদায়ের সুর বাজাচ্ছেন শাহ? মাত্র এক বাক্যের ঘোষণা থেকেই ছড়িয়ে পড়েছে শত শত জল্পনা।

রামের মুখে প্রাক্তন বামনাম : সাংগঠনিক রদবদলে লালমুখী হচ্ছে গেরুয়া শিবির

নেতার ছবি নয়, এবার শুধু দলীয় প্রতীক: বিজেপি অফিসে ব্যাকড্রপে বদল ‘ব্যক্তিনির্ভরতা’ কমানোর কথা বলছে

২০২৪ সালে মোদি সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর অমিত শাহ এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদে বহাল। তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক দক্ষতা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে এই প্রথম তিনি প্রকাশ্যে অবসরের পরবর্তী জীবন নিয়ে এমন ব্যক্তিগত ও আধ্যাত্মিক পরিকল্পনার কথা জানালেন। কিন্তু ‘কবে’ অবসর নেবেন—সে প্রশ্ন এড়িয়ে গেছেন। ফলে রাজনীতির পাঠকেরা বুঝে উঠতে পারছেন না, এটি শুধুই ভাবনাচিন্তা, নাকি শিগগিরই বাস্তবে রূপ নিতে চলেছে।

অমিত শাহের বয়স এখন ৬০ পেরিয়েছে। দলে তিন-তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও তাঁর কর্মকৌশল এবং নেতৃত্বের ভার এখনো অত্যন্ত সক্রিয়। কিন্তু রাজনৈতিক ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে নেতারা অবসর ঘোষণার আগেই নতুন কৌশল ও ছকে নাম লেখান। কেউ কেউ সামনে থাকেন না, কিন্তু নেপথ্যে থাকেন আরও প্রভাবশালী হয়ে।

বিজেপির সংগঠনের ‘চাণক্য’ নামে পরিচিত শাহ যদি সত্যিই অবসর ভাবনা নিয়ে থাকেন, তবে তা হবে এক যুগের অবসান। ২০১৪ থেকে ২০২4—ভারতের শাসনব্যবস্থায় মোদি-শাহ জুটির আধিপত্য এমন এক ধারা তৈরি করেছে, যা একাধিক রাজ্যে ক্ষমতা পরিবর্তন এনেছে। প্রশ্ন উঠছে, তিনি যদি রাজনীতি থেকে সরে দাঁড়ান, তবে বিজেপির ভবিষ্যৎ নেতৃত্বে কী রদবদল ঘটবে?

অনুষ্ঠানে তিনি বলেন, “প্রাকৃতিক চাষ হলো বিজ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা একটি জীবনধারা। রাসায়নিক সার আমাদের দেহে নানা রোগ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।” আবার বলেন, “বেদ, উপনিষদ পাঠের মাধ্যমে আমি আধ্যাত্মিক উন্নতির পথে হাঁটতে চাই।”

এই বক্তব্য নিছক একান্ত ব্যাক্তিগত পরিকল্পনা নাকি পরবর্তী রাজনীতির কৌশলী দিশা—তা এখনো পরিষ্কার নয়।

আরও পড়ুন :

সলমান খানের ‘বিয়ের ইঙ্গিত’: একদিন আমিও শ্রেষ্ঠ স্বামী হবো — ভাইজানের ঘোষণায় চাঞ্চল্য বলিউডে!

ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন? নেতানিয়াহুর মনোনয়ন ঘিরে বিতর্ক ও বাস্তবতা

ad

আরও পড়ুন: