Breaking News

আশিস কাপুর ধর্ষণ মামলা

ধর্ষণ মামলায় ১৪ দিনের জেল এই জনপ্রিয় অভিনেতার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিনেতা আশিস কাপুর। দিল্লির আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। অভিযোগকারিণীর দাবি, পার্টিতে নেশা খাইয়ে ধর্ষণ করা হয়।

ধর্ষণ মামলায় অভিনেতা আশিস কাপুরের গ্রেপ্তার, আদালতের নির্দেশে ১৪ দিনের জেল হেফাজত

আশিস কাপুর ধর্ষণ মামলা

ক্লাউড টিভি ডেস্ক : হিন্দি টিভি দুনিয়ার পরিচিত মুখ অভিনেতা আশিস কাপুর বর্তমানে ধর্ষণ মামলায় জেল হেফাজতে রয়েছেন। দিল্লির তিস হাজারি আদালত শনিবার (৬ সেপ্টেম্বর) তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে গ্রেপ্তার করা হয় ভারতীয় হিন্দি টিভি সিরিয়ালের এই অভিনেতাকে।

  • ২ সেপ্টেম্বর: পুনে থেকে অভিনেতা আশিস কাপুরকে গ্রেপ্তার করে পুলিশ।

  • ৩ সেপ্টেম্বর: তাকে দিল্লিতে নিয়ে আসা হয়।

  • ৬ সেপ্টেম্বর: আদালতে হাজির করার পর বিচারক পায়েল সিঙ্ঘল তাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠান।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী—

  • আশিস কাপুরের এলাকায় একটি পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল তাকে।

  • সেখানেই তার পানীয়ের মধ্যে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়।

  • অজ্ঞান হয়ে পড়লে তাকে শৌচাগারে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।

“ডেলিভারি বয়” ছদ্মবেশে ঘরে ঢুকে ২২ বছরের তরুণীকে ধর্ষণ, সেলফি ক্লিক করে “I’ll be back” বার্তা!

কর ফাঁকির দায়ে এক বছরের জেল কার্লো আনচেলত্তির, আদালতের রায় আলোড়ন ফেলল

প্রথমে অভিযোগকারিণী একাধিক ব্যক্তির নাম বললেও পরে শুধু আশিস কাপুরকেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন।

  • গ্রেপ্তারের পর আশিস কাপুরের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

  • ডিভাইসটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

  • তদন্তের স্বার্থে তাকে পুনেতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাইছে পুলিশ।

এখনও আশিস কাপুর বা তার আইনজীবীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনও প্রতিক্রিয়া আসেনি। তবে তদন্তকারী কর্মকর্তাদের মতে, প্রমাণ সংগ্রহের পরই মামলার ভবিষ্যৎ দিক নির্ধারণ হবে।

আশিস কাপুর হিন্দি টিভি ইন্ডাস্ট্রির পরিচিত অভিনেতা। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বিনোদন জগতে শোরগোল ফেলে দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাজা হতে পারে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন :

হাত-পা না ধোয়া, চা, ধূমপান ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, এ বার আদর্শ আচরণবিধি দুর্গাপুজোতেও

গত পাঁচ বছরে বিসিসিআই-এর আয় ১৪,৬২৭ কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স দাঁড়িয়েছে ২০ হাজার ৬৮৬ কোটি টাকায়।

ad

আরও পড়ুন: