Breaking News

BhubaneswarMetro Cancellation

ভুবনেশ্বর মেট্রো প্রকল্প বাতিল: প্রতিশ্রুতির ছলচাতুরিতে ক্ষুব্ধ নবীন পট্নায়েক, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভুবনেশ্বর মেট্রো প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ বাতিল করে দিল DMRC। নবীন পট্নায়েক এই সিদ্ধান্তকে জনগণের সঙ্গে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন। কেন্দ্র বলছে, তারা এখনও কোনও প্রকল্প প্রস্তাব পায়নি। ফলে ওড়িশার বহু প্রতীক্ষিত মেট্রো ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

BhubaneswarMetro Cancellation Shakes Public Trust %%page%% %%sep%% %%sitename%%

BhubaneswarMetro Cancellation

ক্লাউড টিভি ডেস্ক  : ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের বহু প্রতীক্ষিত মেট্রো প্রকল্প এখন গভীর অনিশ্চয়তায়। প্রকল্পের প্রথম পর্যায়ের দুই নির্মাণ সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। ফলত, রাজ্যের একাধিক শহরবাসীর স্বপ্নের ‘মেট্রো যাত্রা’ শুরু হওয়ার আগেই মুখ থুবড়ে পড়ল(BhubaneswarMetro Cancellation)।

প্রকল্প বাতিলের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি নেতা নবীন পট্নায়েক। তিনি এই ঘটনাকে “রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা” বলে আখ্যা দিয়েছেন এবং অভিযোগ তুলেছেন, “রাজনীতির নামে এই উন্নয়ন প্রকল্পকে বলি দেওয়া হয়েছে।”

ভুবনেশ্বর মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ দায়িত্ব পেয়েছিল Ceigall India Ltd এবং Ranjit Buildcon Ltd। কিন্তু নির্ধারিত সময়সীমা অনুযায়ী কাজ এগোয়নি। বহুবার সময়সীমা বাড়ানোর পরেও প্রকল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। ফলে DMRC নির্মাণ সংস্থাগুলির সঙ্গে চুক্তি বাতিল করে দেয়।

কলকাতা ইস্ট–ওয়েস্ট মেট্রো কি বেসরকারি হাতে? নতুন আগ্রহপত্র ঘিরে জল্পনা তুঙ্গে

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ: ভারতের উদ্বেগের তোয়াক্কা না করে এগোচ্ছে চীন

DMRC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, “নির্মাণ কার্যক্রম বারবার পিছিয়ে যাওয়া এবং কাজে গাফিলতির কারণে এই চুক্তি বাতিল করা হয়েছে। রাজ্য সরকারকে নতুন পরিকল্পনার খসড়া তৈরি করতে বলা হয়েছে।”

বিজেডি প্রধান নবীন পট্নায়েক পুরো ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন। তিনি বলেন:

“ওড়িশার সাধারণ মানুষ মেট্রো প্রকল্প নিয়ে স্বপ্ন দেখেছিল। ২০২৩ সালে রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের উদ্বোধনও হয়েছিল। কিন্তু ক্ষমতায় এসেই বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণকে ঠকিয়েছে।”

তিনি আরও বলেন, “রাজ্যের মানুষ এটাকে ভুলবে না। এই সিদ্ধান্ত ভুবনেশ্বর সহ গোটা রাজ্যকে ১০ বছর পিছিয়ে দিল। এটি কোনও প্রশাসনিক ত্রুটি নয়—এটি একটি ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্ত।

চমকপ্রদভাবে, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সম্প্রতি লোকসভায় জানান, ভুবনেশ্বর মেট্রো রেলের জন্য এখনও পর্যন্ত কোনও প্রস্তাব কেন্দ্রীয় স্তরে জমা পড়েনি।

তবে নবীন পট্নায়েকের দাবি অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে রাজ্য সরকারের উদ্যোগে প্রকল্পের প্রথম ধাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং ২০২৫ সালের মধ্যে তা শেষ করার কথা ছিল।

এই নিয়ে রাজ্য ও কেন্দ্রের অবস্থান একেবারে বিপরীত। কোথাও কি প্রশাসনিক সমন্বয়ের ঘাটতি ছিল? নাকি প্রকল্পটি আদতে রাজনৈতিক জটিলতায় পড়ে গেল?

DMRC নতুন করে পুরো পরিকল্পনার খসড়া তৈরি করছে। রাজ্য সরকারের তরফ থেকে এখনো নতুন ঠিকাদারি সংস্থা নিয়োগের ঘোষণা হয়নি। রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক অনিশ্চয়তার মাঝে ভুবনেশ্বর মেট্রো প্রকল্প এখন স্থবির।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্য ও কেন্দ্র যদি যৌথভাবে উদ্যোগ না নেয়, তাহলে এই ধরণের বৃহৎ পরিকাঠামোগত প্রকল্পগুলি বারবার ব্যর্থতায় পর্যবসিত হবে।

আরও পড়ুন :

এলিয়েন স্পেসক্রাফট কি আসছে? 3I/ATLAS ঘিরে চাঞ্চল্যকর গবেষণা

বিরাট, শচীনদের বিজ্ঞাপনী আয় শুনলে চমকে যাবেন! বছরে কত কোটি জানেন?

ad

আরও পড়ুন: