BodyCountIndia ChangingNorms
ক্লাউড টিভি ডেস্ক : ভারতের National Family Health Survey-5 (NFHS-5) অনুসারে, দেশের যৌন আচরণের পরিসংখ্যানে উঠে এসেছে বেশ কিছু অপ্রচলিত ও দৃষ্টিভঙ্গি বদলানো তথ্য। ‘বডি কাউন্ট’—অর্থাৎ একজন ব্যক্তি জীবনে কতজনের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত (BodyCountIndia ChangingNorms) হয়েছেন—এই সংখ্যা বহুদিন ধরেই পুরুষের আধিক্য দাবি করলেও, NFHS-5 বলছে ভিন্ন কথা।
NFHS-5 অনুযায়ী,
শহরের পুরুষদের গড় যৌনসঙ্গী সংখ্যা ১.৭ জন,
শহরের নারীদের ১.৫ জন,
কিন্তু গ্রামীণ নারীরা এগিয়ে — তাদের গড় যৌনসঙ্গী সংখ্যা ১.৮ জন।
এতে বোঝা যাচ্ছে, গ্রামীণ নারীদের ‘বডি কাউন্ট’ শহরের নারীদের থেকেও উচ্চতর, যা ভারতীয় সমাজে প্রচলিত লিঙ্গগত পারস্পরিক ধারণাকে চ্যালেঞ্জ করছে।
হরিয়ানা, কেরল, আসাম, তামিলনাড়ু—এইসব রাজ্যে দেখা যাচ্ছে, নারীরা গড়পড়তা পুরুষদের চেয়েও বেশি যৌনসঙ্গীর অভিজ্ঞতা অর্জন করেছেন।
বিশেষ করে ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নারীদের ‘বডি কাউন্ট’ পুরুষদের চেয়ে বেশি।
এমন রাজ্যগুলোর মধ্যে রয়েছে—
হরিয়ানা, তামিলনাড়ু, কেরল, ত্রিপুরা, চন্ডীগড়, দমন ও দিউ, দিল্লি, লাক্ষাদ্বীপ ইত্যাদি।
View this post on Instagram
NFHS-5–এর আরেকটি বড় তথ্য হচ্ছে—বর্তমানে বিবাহিত গ্রামীণ নারীদের মধ্যে যৌনসঙ্গীর সংখ্যা কিছুটা বেশি, এমনকি গত বছরে একাধিক সঙ্গীর তথ্যও পাওয়া গেছে। এই ‘সাংস্কৃতিক ব্যতিক্রম’ তুলে ধরেছে যে, বিয়ের পরও যৌন পরিচয় বহুরূপী হতে পারে।
যদিও পুরুষদের মধ্যে বিয়ের বাইরে যৌনসম্পর্কে জড়ানোর হার এখনো অনেক বেশি—৩.৬% পুরুষ যেখানে বলছেন তারা গত এক বছরে বিয়ের বাইরে যৌন সম্পর্ক করেছেন, সেখানে নারীদের সেই সংখ্যা মাত্র ০.৫%। এই ফারাকটি দেখাচ্ছে, সামাজিকভাবে নারীদের যৌন স্বাধীনতা নিয়ে এখনও বাঁধা রয়েছে।
বিশ্বে বাড়ছে শতবর্ষী মানুষের সংখ্যা, ২০৩০ সালের মধ্যেই ছোঁবে ১০ লাখের ঘর
সামাজিক বিজ্ঞানীরা বলছেন, এই ফলাফল প্রমাণ করে যে যৌনতা ও লিঙ্গ পরিচয়ের ধারণা পরিবর্তনশীল এবং গ্রামীণ নারীসমাজেও যৌন স্বাধীনতার প্রকাশ ঘটছে।
তবে সমাজতাত্ত্বিক ও গবেষকরা সতর্ক করছেন, এই পরিসংখ্যানের পেছনে থাকতে পারে তথ্য প্রকাশে বৈষম্য বা ব্যাখ্যার ঘাটতি।
অনেক ক্ষেত্রে পুরুষরা যৌনসঙ্গীর সংখ্যা বাড়িয়ে বলেন, নারীরা কমিয়ে বলেন—এই প্রবণতা থাকলেও সমীক্ষাটি একটি ধারাবাহিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দেয়।
আরও পড়ুন :
প্রায় ৫০০+ ভূমিকম্প এবং জাপানকে নিয়ে ‘নিউ বাবা ভাঙ্গা’ ভবিষ্যদ্বাণী ছড়াচ্ছে আতঙ্ক
বড় ঘটনার ইঙ্গিত? শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও মদন মিত্র একসঙ্গে রথ টানলেন!