ShefaliJariwala
ক্লাউড টিভি | ২৮ জুন, ২০২৫ : বলিউডে একসময় ঝড় তোলা ‘কাঁটা লাগা গার্ল’ শেফালি জারিওয়ালার (ShefaliJariwala) আকস্মিক মৃত্যুতে স্তব্ধ গোটা বিনোদন দুনিয়া। মাত্র ৪২ বছর বয়সে মুম্বইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই মডেল ও অভিনেত্রীর। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, আন্ধেরির নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে। দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় বেলভিউ হাসপাতাল, কিন্তু ততক্ষণে দেহে প্রাণ নেই। মৃত্যু হয়েছে আগেই।
২৭ জুন, শুক্রবার রাত। শেফালি জারিওয়ালার মুম্বইয়ের আন্দেহরি (ওয়েস্ট) এলাকার বাড়িতে ছিলেন তাঁর স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগি। হঠাৎই শেফালি অসুস্থ হয়ে পড়েন বলে জানান পারাগ। দ্রুত তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি হাসপাতাল পৌঁছানোর আগেই মারা গিয়েছিলেন।
চীন বিশ্বে প্রথমবারের মতো চালু করল একটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক হাসপাতাল
নারীর ‘বডি কাউন্ট’ কি পুরুষের চেয়েও বেশি? NFHS-5 সমীক্ষায় চমকপ্রদ তথ্য
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুম্বই পুলিশ। ঘরের চারপাশে কোনও ধরনের জবরদস্তি বা খুনোখুনির প্রমাণ মেলেনি। তবে পুলিশ নিশ্চিত নয়, মৃত্যুর কারণ নিছক হৃদরোগ, না কি রয়েছে অন্য কোনও রহস্য। ফলে শেফালির দেহ পাঠানো হয় কুপার হাসপাতালে ময়নাতদন্তের জন্য। রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।
শেফালির আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ পরিবার। হাসপাতালে ভেঙে পড়েন শেফালির মা। চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। পারাগ ত্যাগিও হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মুখ ঢেকে। সংবাদমাধ্যমকে কিছু না বলেই চুপিচাপ গাড়িতে উঠে পড়েন তিনি।
তাঁর মৃত্যু ঘিরে পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। একাধিক সহকর্মী সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানিয়েছেন।
২০০২ সালে কাঁটা লাগা রিমিক্স মিউজিক ভিডিওতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি। তার কাঁধে ঝাঁকড়া চুল, ব্যাকলেস ড্রেস আর আত্মবিশ্বাসী নাচ—সেই সময়কার দর্শকদের মন জয় করে নেয় সহজেই। এর পর ‘নাচ বালিয়ে’, ‘বিগ বস ১৩’, ‘বুগি উগি’-সহ একাধিক রিয়েলিটি শো-তে অংশ নেন তিনি। ওয়েব সিরিজ ‘Baby Come Naa’-তেও অভিনয় করেন।তবে শেফালির জীবন ছিল সংগ্রামে ভরা। মাত্র ১৫ বছর বয়সেই ধরা পড়ে মৃগী রোগ। এই রোগের জন্যই মাঝেমধ্যে বিরতি নিতে হয়েছিল অভিনয় জীবন থেকে।
মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “মরদেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণ বলেই মনে হচ্ছে। তবে নিশ্চিত হতে পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করছি।”ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। পুলিশের তরফে বলা হয়েছে, এখনই কোনও অসামাজিক ঘটনার প্রমাণ নেই। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোকের ছায়া। গায়ক মিত ব্রোজ, অভিনেত্রী গহেনা বশিষ্ঠ, বিগ বস–এর সহ প্রতিযোগীরা শোকবার্তা জানিয়েছেন। একজন লিখেছেন, “তুমি যেখানেই থাকো, শান্তিতে থেকো কাঁটা লাগা গার্ল।”
শেফালির দেহের ময়নাতদন্তের পর রিপোর্ট পুলিশের হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপরেই পরিবারের পক্ষ থেকে দাহকার্য এবং শ্রদ্ধানুষ্ঠানের সময় জানানো হবে। এখন পর্যন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়নি।
আরও পড়ুন :
বড় ঘটনার ইঙ্গিত? শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও মদন মিত্র একসঙ্গে রথ টানলেন!
প্রায় ৫০০+ ভূমিকম্প এবং জাপানকে নিয়ে ‘নিউ বাবা ভাঙ্গা’ ভবিষ্যদ্বাণী ছড়াচ্ছে আতঙ্ক