BumbleScam BengaluruCrime
ক্লাউড টিভি বাংলা ডেস্ক: ডেটিং অ্যাপ Bumble-এ পরিচয় হওয়া এক মহিলার সঙ্গে দেখা করতে গিয়ে বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ পড়লেন প্রতারণার ফাঁদে (BumbleScam BengaluruCrime)। এক রাতের ভুয়ো ড্রাগ রেইড ও আত্মহত্যার হুমকির নাটকে শেষমেশ ওই ব্যক্তি খুইয়েছেন ₹২ লক্ষ। বেঙ্গালুরু পুলিশের তদন্তে উঠে এসেছে এক সংঘবদ্ধ চক্রের কথা, যারা একাধিক পুরুষকে এই একই কৌশলে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে।
২৫ বছর বয়সি ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার গত মাসে Bumble-এ এক মহিলার সঙ্গে আলাপ করেন। এক সপ্তাহ ধরে টেক্সট ও ভিডিও কলে কথা হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন দেখা করার। মহিলার পরামর্শেই তারা একটি ক্যাফেতে দেখা করেন এবং পরে একটি ঘরে যান। সেখানেই ঘটনার মোড় ঘুরে যায়।
পরিকল্পিত ব্ল্যাকমেল ও ভুয়ো রেইড
ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ৪ জন পুরুষ হঠাৎ প্রবেশ করে নিজেদের “গোপন দল” বা “গোপন এজেন্সি”-র লোক বলে দাবি করে। তারা বলেন, এই ঘরে মাদকদ্রব্য (ড্রাগ) ব্যবহার হচ্ছে। এক ব্যক্তি মহিলার ব্যাগ থেকে সাদা পাউডার বের করে দেখায়, যা তারা কোকেন বলে দাবি করে। এরপর তারা বলেন, এই অপরাধ থেকে মুক্তি পেতে হলে তাঁকে ₹১৫ লক্ষ দিতে হবে।
অবশেষে টানাপোড়েনের পর ওই ইঞ্জিনিয়ার তাঁর মোবাইল থেকে ₹২ লক্ষ পাঠিয়ে দেন অভিযুক্তদের অ্যাকাউন্টে।
আত্মহত্যার নাটক ও মানসিক যন্ত্রণা
এই টাকা পাঠানোর পরই মহিলা আচমকা কাঁদতে শুরু করেন এবং বলেন তিনি আত্মহত্যা করবেন। তিনি বাথরুমে ঢুকে যান এবং দরজা আটকে দেন। এদিকে পুরুষরা জানায়, তিনি যদি আত্মহত্যা করেন, তাহলে এই মৃত্যুর দায় ওই ইঞ্জিনিয়ারের ওপর বর্তাবে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ইঞ্জিনিয়ার কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন এবং কয়েক দিন পর সাহস করে পুলিশে অভিযোগ দায়ের করেন।
শুক্রবার ‘সিক লিভ’, শনি-রবিবার কুর্গে আরাম! ভাইরাল ভিডিও দেখে রেগে আগুন কোম্পানি, বন্ধ WFH!
পুলিশি তদন্তে গ্রেপ্তার ৬ জন
বেঙ্গালুরু পুলিশের তদন্তে এই কেলেঙ্কারির পেছনে একটি পুরো সংঘবদ্ধ চক্রের হদিস পাওয়া গেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন:
সঙ্গীতা (Sangeetha): যিনি Bumble-এ প্রোফাইল বানিয়ে ফাঁদ পাতেন।
শরণাবাসাপ্পা, রাজু মানে, শ্যাম সুন্দর, অভিষেক ও বীরবল: যারা পুলিশের রেইডার সেজে ভয় দেখান।
পুলিশ জানিয়েছে, মহিলাটি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং এর আগে একটি ডান্স বারে কাজ করতেন। তাদের পরিকল্পনা ছিল পুরুষদের ফাঁসিয়ে অর্থ আদায় করা। মহিলা ও পুরুষদের মধ্যে স্পষ্টভাবে ভূমিকা ভাগ করা ছিল।
পুলিশ তদন্তে জানা গেছে, মহিলার ব্যাগে থাকা সাদা পাউডার ছিল সাধারণ বেকিং সোডা, যা ড্রাগ বলে প্রচার করে শিকারকে মানসিকভাবে দুর্বল করে ফেলা হতো।
বেঙ্গালুরু পুলিশ নাগরিকদের অনুরোধ করেছে ডেটিং অ্যাপে অপরিচিতদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে। এমনকি যদি কেউ সন্দেহজনক আচরণ করে, তাহলে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করার পরামর্শও দিয়েছে।
আরও পড়ুন :
মালয়েশিয়ায় ভিসা ছাড়াও প্রবেশে বাধা! ১০ ভারতীয়কে ফিরিয়ে দিল KLIA, প্রশ্ন নিরাপত্তা না বৈষম্য?
বেহাল রাস্তা কেড়ে নিল প্রাণ! পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গৃহবধূর মৃত্যু নিয়ে তীব্র ক্ষোভ গ্রামবাসীদের