Breaking News

LionelMessi TaylorSwift Instagram

ভবিষ্যতে টেলর ভাঙতে পারেন মেসির ৪০ মিনিটে এক কোটির রেকর্ড, কিভাবে !

মেসির বিশ্বকাপজয়ের পোস্ট প্রথম ৪০ মিনিটেই এক কোটি লাইক পেয়েছিল। টেলর সুইফটের বাগ্‌দানের পোস্টে একই লাইক পেতে লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট।

LionelMessi TaylorSwift Instagram Moments Explained %%page%% %%sep%% %%sitename%%

LionelMessi TaylorSwift Instagram

ক্লাউড টিভি ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দৌড়ে বিশ্বের দুই তারকা—ফুটবলের মহাতারকা লিওনেল মেসি এবং মার্কিন পপ সেনসেশন টেলর সুইফট—আবারও আলোচনায়। মেসির ইনস্টাগ্রামে বিশ্বকাপজয়ের স্মৃতি ঘিরে করা পোস্ট আর টেলর সুইফটের বাগ্‌দানের ঘোষণার পোস্ট (LionelMessi TaylorSwift Instagram) ঘিরে তৈরি হয়েছে ভক্তদের তুমুল আগ্রহ।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ ফাইনাল জয়ের পরদিন (১৯ ডিসেম্বর) বিশ্বকাপ ট্রফি হাতে তোলা ছবি শেয়ার করেছিলেন লিওনেল মেসি। সেই ছবির সঙ্গে ছিল কয়েকটি আবেগঘন ক্যাপশন, যা মুহূর্তেই ভাইরাল হয়। প্রকাশের প্রথম ৪০ মিনিটেই এক কোটির বেশি লাইক পড়ে পোস্টটিতে। পরবর্তীতে এটি ইনস্টাগ্রামের ইতিহাসে অন্যতম সর্বাধিক লাইকপ্রাপ্ত পোস্টে পরিণত হয়েছে। বর্তমানে সেই পোস্টের লাইকসংখ্যা ৭ কোটি ৪৫ লাখের বেশি

পেলে-ম্যারাডোনা নয়, সর্বকালের সেরা ফুটবলারের তকমা পেলেন লিওনেল মেসি

নিশ্চিত হলো আর্জেন্টিনার ভারত সফর, কবে কোথায় খেলবে আলবিসেলেস্তেরা?

অন্যদিকে, মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফট সম্প্রতি প্রেমিক ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসে-র সঙ্গে বাগ্‌দানের ঘোষণা দেন। এই পোস্ট প্রকাশ হওয়ার পর তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে দুনিয়াজুড়ে। তবে, মেসির ২০২২ সালের পোস্টের মতো এক কোটি লাইক পেতে টেলরের পোস্টের সময় লেগেছে ১ ঘণ্টা ৩ মিনিট। যদিও এর পর লাইক বাড়তে থাকে দুর্দান্ত গতিতে। প্রকাশের প্রথম ৩ ঘণ্টায় ১.৫ কোটি লাইক, আর ১৩ ঘণ্টা শেষে লাইক সংখ্যা ছাড়িয়ে গেছে ২ কোটি ৫৮ লাখ

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মনে করছে, জনপ্রিয়তার দিক থেকে টেলরের বাগ্‌দানের পোস্টটি হয়তো মেসির বিশ্বকাপ পোস্টকেও ছাড়িয়ে যেতে পারে। কারণ সুইফটের গ্লোবাল ফ্যানবেস এবং চলতি সময়ে তাঁর সাংস্কৃতিক প্রভাব অসাধারণ মাত্রায় পৌঁছেছে।

এদিকে, সুইফট ও কেলসে দীর্ঘ দুই বছর প্রেম করার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই খবরে ভক্তরা যেমন আনন্দে উচ্ছ্বসিত, তেমনি সামাজিক মাধ্যমে সেটি এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়েছে।

মজার ব্যাপার হলো, ফুটবল মাঠের নায়ক মেসি নিজেও টেলরের কনসার্ট উপভোগ করেছেন। গত বছরের অক্টোবরে মেসি স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সুইফটের কনসার্টে উপস্থিত ছিলেন। সেই সময়ও সংবাদমাধ্যমে মেসি ও টেলরকে ঘিরে প্রচুর আলোচনা হয়েছিল।

যদিও কে রেকর্ডে এগিয়ে থাকবেন—সে প্রশ্নের উত্তর ভবিষ্যৎ দেবে, তবে নিঃসন্দেহে বলা যায়, ফুটবল ও সংগীত জগতের দুই মহাতারকার এই পোস্টগুলো প্রমাণ করছে যে তাঁরা কেবল মাঠে বা মঞ্চেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজত্ব করছেন।

আরও পড়ুন :

এবার স্কুলে নিষিদ্ধ করা হলো স্মার্ট ডিভাইস, নতুন আইন পাস

এসএফআই ছাত্রনেত্রীকে ফাঁকা ফ্ল্যাটে যাওয়ার প্রস্তাব : প্রতিবাদে সংগঠন ছাড়লেন, তোলপাড় রাজ্য রাজনীতি

ad

আরও পড়ুন: