Breaking News

C V Ananda Bose's heart attack

হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস, শীঘ্রই হতে পারে ওপেন হার্ট সার্জারি

রাজ্যপালের সাম্প্রতিক সফরসূচি ছিল বেশ ব্যস্ত। তিনি সদ্য মালদহ ও মুর্শিদাবাদ সফর করে ফিরেছেন, যেখানে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

Governor C V Ananda Bose's Heart Attack: Updates %%page%% %%sep%% %%sitename%%

C V Ananda Bose's heart attack

ক্লাউড টিভি ডেস্ক : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস হৃদরোগে আক্রান্ত হয়েছেন (C V Ananda Bose’s heart attack)। আচমকাই বুকে যন্ত্রণা অনুভব করায় তাঁকে সোমবার দ্রুত আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, তাঁর ধমনী বা আর্টারিতে ব্লকেজ রয়েছে এবং অ্যাঞ্জিওপ্লাস্টিতে কাজ না হওয়ায় চিকিৎসকরা ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশীল (C V Ananda Bose’s heart attack)। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে কোন হাসপাতাল বা কোন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে অপারেশন হবে, তা নিয়ে চলছে চূড়ান্ত আলোচনাও।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকদের তৎপরতা

রাজ্যপালের অসুস্থতার (C V Ananda Bose’s heart attack) খবর পেয়ে এদিন সকালেই কমান্ড হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। তাঁর নির্দেশেই এসএসকেএম হাসপাতাল থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজ্যপালকে দেখতে পাঠানো হয়।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, ব্লকেজের পরিমাণ এমন যে, অ্যাঞ্জিওপ্লাস্টি নয়, ওপেন হার্ট সার্জারি-ই একমাত্র উপায়। এই অবস্থায় রাজ্যপাল নিজে চেয়েছেন, বাইপাসের ধারের একটি নামী বেসরকারি হাসপাতালে তাঁর সার্জারি হোক।

জানা গিয়েছে, ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. সুশান মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম ইতিমধ্যেই কমান্ড হাসপাতালে পৌঁছেছে। তাঁরা রাজ্যপালের যাবতীয় মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখছেন এবং সার্জারির সম্ভাব্য পরিকল্পনা করছেন।

চিকিৎসা পরিকল্পনা ও স্থানান্তরের অপেক্ষা

বর্তমানে রাজ্যপালকে কোথায় এবং কবে স্থানান্তর করা হবে, সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, আজই স্থানান্তর সম্ভব নয়। রাজ্যপালের শরীরের অবস্থা সম্পূর্ণ পর্যালোচনা করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তবেই তাঁকে স্থানান্তর করা হবে।

রাজ্যপালের সাম্প্রতিক সফরসূচি ছিল বেশ ব্যস্ত। তিনি সদ্য মালদহ ও মুর্শিদাবাদ সফর করে ফিরেছেন, যেখানে মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শারীরিক ক্লান্তির পাশাপাশি মানসিক চাপও ছিল প্রবল, যা তাঁর হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলতে (C V Ananda Bose’s heart attack) পারে বলে মনে করছেন চিকিৎসকরা।

রাজভবনের এক সূত্র জানিয়েছে, রাজ্যপাল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন, তবে সাম্প্রতিক সময়ে শারীরিক ক্লান্তি অনুভব করছিলেন। তবুও তাঁর এই পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠবে, তা কেউ আশা করেননি।

রাজ্য প্রশাসনের তরফে তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থার দিকে কড়া নজর রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছেন বলে রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন।

#CVAnandaBose #WestBengalGovernor #HeartAttackUpdate #OpenHeartSurgery #MamataBanerjee

আরও পড়ুন :

ইস্টার সোমবারে পৃথিবীকে বিদায় পোপ ফ্রান্সিসের, প্রয়াণে শোকের ছায়া বিশ্বজুড়ে

চীন-যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে আলোচনার টেবিলে, সুর নরম ট্রাম্পের

ad

আরও পড়ুন: