Breaking News

CelebrityMLA

এবারে বিধানসভায় পারফর্ম করবেন সায়ন্তিকা-লাভলি-অদিতি

স্টার পারফর্ম্যান্স এবার বিধানসভায়! সেলিব্রিটি বিধায়কদের জমকালো অনুষ্ঠান ২৩ এপ্রিল

CelebrityMLA: A Colorful Stage for Politics %%page%% %%sep%% %%sitename%%

CelebrityMLA

ক্লাউড টিভি ডেস্ক : এবারে রাজ্য বিধানসভা হতে চলেছে একেবারে আলাদা চেহারায়। রাজনীতির উত্তপ্ত বাক্য বিনিময়ের মঞ্চ নয়, ২৩ এপ্রিল সেই জায়গা রূপ নেবে বিনোদনের রঙিন স্টেজে। স্টাফ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পারফর্ম করবেন রাজ্যের একাধিক সেলিব্রিটি বিধায়ক (CelebrityMLA) ও মন্ত্রীরা।

অভিনয়, সঙ্গীত, আবৃত্তি থেকে নৃত্য—সকল কিছুরই সাক্ষী থাকবে বিধানসভা। বৃহস্পতিবার এই অনুষ্ঠান নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক হয়েছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে। সেখানে উপস্থিত ছিলেন একাধিক বিধায়ক (CelebrityMLA)  ও মন্ত্রী।

লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্যের পরে এবারে রাজ্যসভায়ও শূন্য হবে সিপিএম!

কে কী করবেন?

  • মন্ত্রী ব্রাত্য বসু এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন।
  • মন্ত্রী ইন্দ্রনীল সেন ও মন্ত্রী বাবুল সুপ্রিয় গান পরিবেশন করবেন।
  • বিধায়ক কাঞ্চন মল্লিক তুলে ধরবেন এক হাস্যরসাত্মক পারফর্ম্যান্স।
  • অদিতি মুন্সি গান গাইবেন,
  • সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও লাভলি মৈত্র দু’জনেই পারফর্ম করবেন নৃত্যে।

এছাড়াও, বিধায়ক (CelebrityMLA)  নয়না বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী এবং চিরঞ্জিৎ চক্রবর্তী পারফর্ম করবেন বলে জানা গেলেও, তাঁরা এখনও তাঁদের উপস্থাপনার ধরন স্থির করেননি।

আয়োজন ও প্রস্তুতি

এই অনুষ্ঠান মূলত আয়োজন করছে বিধানসভার স্টাফ রিক্রিয়েশন ক্লাব, যার উদ্দেশ্য প্রশাসনিক কাজের ফাঁকে কর্মীদের জন্য সামান্য আনন্দের মুহূর্ত তৈরি করা। তবে এবারই প্রথম, এই ক্লাবের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন রাজ্যের সেলিব্রিটি বিধায়করা। ফলে স্বাভাবিক ভাবেই অনুষ্ঠানের গুরুত্ব ও আকর্ষণ অনেকটা বেড়েছে।

সূত্রের খবর, এক বিধায়ক (CelebrityMLA) পারফর্ম্যান্সের জন্য আধুনিক যন্ত্রাংশ ব্যবহারের কথা বলেছেন এবং তার জন্য কিছু অর্থসাহায্য চেয়েছেন বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিরোধী দলের বিধায়কদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যা এই উদ্যোগকে আরও সৌজন্যপূর্ণ ও সর্বজনীন রূপ দিচ্ছে।

নতুন রূপে বিধানসভা

রাজনীতির উত্তপ্ত পরিসরের বাইরে বেরিয়ে এবার বিধায়করা তুলে ধরবেন তাঁদের শিল্পীসত্তা। এই অনুষ্ঠান শুধু বিনোদনের নয়, সৌজন্য, সমন্বয় এবং পারস্পরিক শ্রদ্ধারও প্রতীক হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিভাজনের মাঝে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, “সকলের মধ্যে শিল্প আছে। এই অনুষ্ঠান সেই শিল্পীসত্তাকেই তুলে ধরবে, রাজনীতির বাইরে গিয়ে। এটা একটা পজিটিভ বার্তা।“

#VidhansabhaEvent #CelebrityMLA #SayantikaDance #BratyaBasuRecitation #BabulSupriyoLive #BengalPoliticsWithArt #KolkataCulture #RecreationInAssembly #BengalCelebsInPolitics

আরও পড়ুন :

জেএনইউ-তে যৌন হেনস্থার অভিযোগে অধ্যাপক বরখাস্ত, আরও তিন অধ্যাপকের বিরুদ্ধেও ব্যবস্থা

গ্রীষ্মকালীন দলবদল: ক্লাব ছাড়ছেন ভিনি, হালান্ডে চোখ রিয়ালের!

ad

আরও পড়ুন: