ChildMurder KushinagarExpress
ক্লাউড টিভি ডেস্ক : ভারতের রেলযাত্রীদের আতঙ্কিত করে তুলল এক হৃদয়বিদারক ঘটনা। শুক্রবার কুশিনগর এক্সপ্রেসের শৌচালয় থেকে উদ্ধার করা হলো ৬ বছরের এক শিশুর মরদেহ (ChildMurder KushinagarExpress) । মৃতদেহ উদ্ধারের পর গোটা ট্রেনজুড়ে নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া।
রেল পুলিশ (জিআরপি) এবং ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, শিশুটিকে প্রথমে ট্রেনের টয়লেটের ভেতরে ডাস্টবিনে দেখতে পান পরিচ্ছন্নতা কর্মীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শিশুটিকে খুন করে পরিকল্পিতভাবে শৌচাগারের ভিতরে ফেলে দেওয়া হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, শিশুটিকে গুজরাটের সুরাট থেকে অপহরণ করে নাসিকে আনা হয়েছিল। সেখান থেকে খুনি শিশুটিকে সঙ্গে নিয়ে কুশিনগর এক্সপ্রেসে ওঠে মুম্বই আসার উদ্দেশ্যে। তদন্তকারীদের অনুমান, ট্রেনের ভেতরেই শিশুটিকে হত্যা করে শৌচালয়ের ডাস্টবিনে লাশ লুকিয়ে রাখা হয়, যাতে যাত্রীরা সহজে টের না পান।
ইতিমধ্যেই নিহত শিশুর মা জিআরপি-র সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি পারিবারিক কলহ চলছিল, যা থেকে এই খুনের সূত্র থাকতে পারে। পুলিশও প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক শত্রুতার কারণেই শিশুটিকে টার্গেট করা হয়ে থাকতে পারে। তদন্তকারীরা মনে করছেন, অপরাধের পেছনে পরিবারের কারও হাত থাকতে পারে।
ঘটনার পরপরই পুলিশ কুশিনগর এক্সপ্রেসে ওঠা-নামা করা যাত্রীদের তথ্য সংগ্রহ করছে। একইসঙ্গে সংশ্লিষ্ট রেলস্টেশনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। খুনিকে শনাক্ত করতে তদন্তকারীরা দেহ উদ্ধারের সময়কার যাত্রী তালিকা ও রিজার্ভেশন ডাটাও পরীক্ষা করছেন।
ঘটনার জেরে ট্রেনযাত্রীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক যাত্রী জানিয়েছেন, ট্রেনে ভ্রমণের সময় নিরাপত্তা আরও কড়াকড়ি হওয়া প্রয়োজন। তারা রেল কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন।
রেল পুলিশ জানিয়েছে, খুনিকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে খুন ও অপহরণের মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন :
আমাকেও হয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে: অমর্ত্য সেন
Game Over অনলাইন গেমিংয়ের: ৩১ হাজার কোটির ইন্ডাস্ট্রি নিয়ে যে পথে কড়া পদক্ষেপ মোদী সরকারের