Breaking News

ChinaHypersonicMissile

চীনের ১০০০ কিমি দূরত্বের হাইপারসোনিক এয়ার-টু-এয়ার মিসাইল নিয়ে বাড়ছে উদ্বেগ, বিপাকে পড়তে পারে আমেরিকার এফ-২২ র‍্যাপটর ও বি-২১ রেইডার

চীনের নতুন হাইপারসোনিক মিসাইল শুধু এয়ার কমব্যাট নয়, গোটা বিশ্বের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।

ChinaHypersonicMissile: A Game Changer in Warfare %%page%% %%sep%% %%sitename%%

ChinaHypersonicMissile

ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক: হাইপারসোনিক প্রযুক্তির দুনিয়ায় বড়সড় চমক দিল চীন। এমন এক এয়ার-টু-এয়ার মিসাইল (ChinaHypersonicMissile) তৈরি করেছে তারা, যা ১০০০ কিমি দূরত্ব থেকে শত্রু বিমান ধ্বংস করতে সক্ষম। বিশেষজ্ঞরা বলছেন, চীনের এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-২২ র‍্যাপটর বা বি-২১ রেইডার এর মতো স্টিলথ জেটগুলির জন্য ভয়ানক হুমকি হয়ে উঠতে পারে। এই মিসাইলের কথা সামনে আসতেই সামরিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্প্রতি প্রকাশিত ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনের এই হাইপারসোনিক মিসাইলটি এতটাই উন্নত, যা শত্রু বিমানকে ১০০০ কিমি দূর থেকে ধ্বংস করতে পারে। এর উচ্চগতি ও দীর্ঘ পাল্লা একে এ পর্যন্ত তৈরি হওয়া এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্যতম বিপজ্জনক অস্ত্র করে তুলেছে।

চীনের সামরিক গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়ন পর্যবেক্ষণকারী সংস্থা ‘East Pendulum’ এবং অন্যান্য ওপেন-সোর্স গোয়েন্দা সংস্থাগুলি জানায়, চীনের এই মিসাইল প্রকল্পটির কোডনেম হতে পারে PL-XX বা PL-17-এর উন্নত সংস্করণ। ধারণা করা হচ্ছে, এটি মিগ-৩১ বা আমেরিকার নতুন প্রজন্মের যুদ্ধবিমানের সাথেও টেক্কা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্র ব্যবহার করা হবে চীনের ৫ম প্রজন্মের J-20 স্টিলথ ফাইটার থেকে, যার ফলে এটি কার্যকরী এবং ভয়ঙ্কর এক কম্বিনেশন হিসেবে আবির্ভূত হতে পারে। এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র মনে করত, তাদের F-22 এবং নতুন B-21 Raider অদৃশ্য প্রযুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিহীন। কিন্তু চীনের এই উদ্যোগ সেই নিরাপত্তা-আশ্বাসকে প্রশ্ন চিহ্ন এর সামনে এনে দিয়েছে।


️ আন্তর্জাতিক প্রতিক্রিয়া:

বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই চীনের হাতে এমন একটি ক্ষেপণাস্ত্র এসে থাকে, তবে তা আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে। যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে ভাবতে হতে পারে।

পাশাপাশি, এই অস্ত্রের কারণে ‘No-Fly Zone’ তৈরি করা বা বিমানবাহী রণতরীগুলির গতিপথ নির্ধারণে জটিলতা বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন :

বাড়ি কিনলেই নাগরিকত্ব! পাঁচ ক্যারিবীয় দেশে বিনিয়োগের বিনিময়ে মিলছে পাসপোর্ট

৬টি সম্ভাব্য যুদ্ধ থামানোর দাবি ট্রাম্পের, তালিকায় ভারত-পাকিস্তানও

ad

আরও পড়ুন: