চীনের ১০০০ কিমি দূরত্বের হাইপারসোনিক এয়ার-টু-এয়ার মিসাইল নিয়ে বাড়ছে উদ্বেগ, বিপাকে পড়তে পারে আমেরিকার এফ-২২ র‍্যাপটর ও বি-২১ রেইডার

চীনের নতুন হাইপারসোনিক মিসাইল শুধু এয়ার কমব্যাট নয়, গোটা বিশ্বের সামরিক ভারসাম্যকেই বদলে দিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা।