Breaking News

SexRoomInPrison

কারাবাসেও ‘প্রেমের অধিকার’: ইতালির জেলে তৈরি হল ‘মিলন কক্ষ’, ইতিহাসে প্রথম আইনি অনুমোদন

এই ‘মিলন কক্ষ’ ইতালির সারদিনিয়া দ্বীপের একটি সংশোধনাগারে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। ইতোমধ্যেই তা নিয়ে উৎসাহ এবং বিতর্ক—দুটোই শুরু হয়েছে দেশজুড়ে।

SexRoomInPrison: A New Initiative in Italy %%page%% %%sep%% %%sitename%%

SexRoomInPrison

ক্লাউড টিভি ডেস্ক : যেখানে জীবন থমকে যায় লোহার গেটের ভেতর, সেখানেই মিলল এক নতুন মানবিক ছোঁয়া। ইতালির এক সংশোধনাগারে বন্দিদের জন্য চালু হল বিশেষ ‘মিলন কক্ষ’ (SexRoomInPrison), যেখানে বন্দিরা তাঁদের স্ত্রী বা দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে আইনি ভাবে শারীরিক ঘনিষ্ঠতা বা যৌন মিলনের সুযোগ পাবেন।

এই উদ্যোগ ইতালির কারা ব্যবস্থায় প্রথমবারের মতো আইনি স্বীকৃতি পেল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের মানবাধিকার রক্ষায় এবং তাঁদের মানসিক সুস্থতা বজায় রাখতেই এই পদক্ষেপ।

এই ‘মিলন কক্ষ’ (SexRoomInPrison), ইতালির সারদিনিয়া দ্বীপের একটি সংশোধনাগারে পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে। ইতোমধ্যেই তা নিয়ে উৎসাহ এবং বিতর্ক—দুটোই শুরু হয়েছে দেশজুড়ে।

উদ্বেগে ভোগা শিশুদের সহায়তা করতে চালু হল নতুন একটি অ্যাপ

বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় স্থান পেল দুবাই

শর্ত একটাই: বন্ধ করা যাবে না দরজা!

যদিও বন্দিদের অন্তরঙ্গ সময় কাটানোর অনুমতি মিলেছে, তবে রয়েছে কিছু কড়া নিয়ম। সবচেয়ে উল্লেখযোগ্য শর্ত হল—কক্ষের (SexRoomInPrison), দরজা পুরোপুরি বন্ধ রাখা যাবে না। ব্যক্তিগত গোপনীয়তা যতটা সম্ভব রক্ষা করা হবে, তবে নিরাপত্তার স্বার্থে এই নিয়ম রাখা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বন্দিরা একবারে নির্দিষ্ট সময়ের জন্য এই কক্ষ ব্যবহার করতে পারবেন। সঙ্গীকে সঙ্গে আনতে হলে আগে থেকেই পরিচয় ও সম্পর্কের প্রমাণ দাখিল করতে হবে। শুধুমাত্র বিবাহিত বা দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরাই এই সুবিধা পাবেন।

কারা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থা মূলত মানবিকতার দৃষ্টিকোণ থেকে বিবেচিত। দীর্ঘদিন কারাগারে কাটানো বন্দিদের মধ্যে মনস্তাত্ত্বিক চাপ এবং বিচ্ছিন্নতা থেকে জন্ম নেওয়া হতাশা দূর করতেই এই উদ্যোগ।

বন্দিদের মানসিক স্বাস্থ্য ও পুনর্বাসনে নতুন দৃষ্টান্ত

বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা কেবল শারীরিক সম্পর্কের সুযোগ নয়, এটি এক ধরনের মানবিক স্বীকৃতি। বহু বছর ধরে মানবাধিকার সংগঠনগুলো এই দাবিই করে আসছিল—কারাগারের দেওয়ালের ভেতরও মানুষ তার সম্পর্ক ও আবেগের অধিকার রাখে।

এই ‘মিলন কক্ষ’ ব্যবস্থার মাধ্যমে বন্দিদের পরিবার-সংসারের সঙ্গে আবেগিক সংযোগ অটুট রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। যার ইতিবাচক প্রভাব পড়বে তাঁদের আচরণে এবং পুনর্বাসনের ক্ষেত্রেও।

ইতালির এক মানবাধিকার কর্মী জানান, “কারাগারে শাস্তির মধ্যে থেকেও মানুষের কিছু অধিকার থাকা উচিত। এই কক্ষ (SexRoomInPrison), বন্দিদের মানুষ হিসেবে স্বীকৃতি দেয়—শুধু অপরাধী হিসেবে নয়।”

সমালোচনাও কম নয়

তবে এই সিদ্ধান্ত ঘিরে বিতর্কও সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কারাগার কি আদৌ এমন ‘স্বাধীনতা’র জায়গা হতে পারে? সমাজের একাংশ মনে করছেন, এটি আইন শৃঙ্খলার পরিপন্থী এবং কারাগারের উদ্দেশ্যকেই দুর্বল করে।

তবে ইতালির প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, এটি কেবল মাত্র পরীক্ষামূলক উদ্যোগ এবং সব বন্দির জন্য নয়—নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলেই মিলবে এই সুবিধা।

ইতোমধ্যেই এই উদ্যোগকে ঘিরে ইউরোপের আরও কিছু দেশ আগ্রহ দেখিয়েছে। দেখা যাচ্ছে, মানবিক শর্তে বন্দিদের পুনর্বাসনের জন্য এটাই হতে পারে এক নতুন পথ।

#SexRoomInPrison #ItalyPrisonReform #HumanRights #MilonKaksha #PrisonLoveRights

আরও পড়ুন :

শুল্ক উত্তেজনার মাঝে ভারতে মার্কিন সফর: মোদীর সঙ্গে বৈঠকে বসছেন সেনেটর ভ্যান্স

হৃদরোগে আক্রান্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস, শীঘ্রই হতে পারে ওপেন হার্ট সার্জারি

ad

আরও পড়ুন: