RepublicTVControvers
ক্লাউডটিভি ডেস্ক: ভুয়ো খবর ছড়িয়ে ফের বিতর্কের শিরোনামে প্রখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামী, ক্ষমা চাইল তাঁর সংস্থা রিপাবলিক ওয়ার্ল্ড। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের পাশাপাশি তুরস্কের বিরুদ্ধেও ক্ষোভ জমেছে ভারতবাসীর মনে৷ সামাজমাধ্যমে জোরালো হচ্ছে #BoycottTurkey। এমতাবস্থায় অর্ণব দাবি করেছিলেন, ভারতীয় কংগ্রেস পার্টির নাকি তুরস্কে একটি অফিস রয়েছে। জানা গিয়েছে, এই দাবিটি সম্পূর্ণভাবে ভুয়ো, রিপাবলিক যে ছবিটিকে তুরস্কের কংগ্রেস অফিস বলে দাবি করেছিল, তা আদতে কংগ্রেসের ইস্তানবুল অফিস।
Arnab shows ‘Istanbul Congress Center’ and claims it to be the Congress office. pic.twitter.com/YTlbuvcZTK
— Mohammed Zubair (@zoo_bear) May 19, 2025
সমাজমাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পরই নিঃশর্ত ক্ষমা চায় রিপাবলিক মিডিয়া। তবে সেখানেও তারা দাবি করে, ওই বিতর্কিত ছবিটি লাইভ অর্ণবের ডিবেটে ব্যবহার করা হয়নি। যদিও এর বিপক্ষ দাবিও রয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন ছবিটি ব্যবহার করা হয়েছিল অর্ণবের ডিবেটে।
Republic Corrigendum pic.twitter.com/dIkaH4Z6JE
— Republic (@republic) May 20, 2025
প্রসঙ্গত, অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকেই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে বিদ্ধ একাধিক সংবাদমাধ্যম। ৮ই মে মধ্যরাতে ভারতীয় নৌসেনার করাচি বন্দর আক্রমণ, সেনাপ্রধান আসিফ মুনিরের গ্রেফতারি সহ হরেক রকম ভুয়ো খবর ছড়িয়েছিল। তবে এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয় সেনা, সামনে আসে প্রকৃত তথ্য। পরে সংবাদমাধ্যমকে সতর্কও করেছিল সরকার।
এমন পরিস্থিতিতে উঠে আসছে এক গুরুত্বপূর্ণ প্রশ্ন—ভারতের সংবাদমাধ্যমে যাচাইবিহীন তথ্যের প্রবাহ কি ক্রমেই সাধারণ হয়ে উঠছে? যখন দেশের সামরিক অভিযানের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে খবর প্রকাশ করা হয়, তখন সাংবাদিকতার বুনিয়াদ—তথ্য যাচাই ও নিরপেক্ষতা—অতীব জরুরি।
অর্ণব গোস্বামী, যিনি নিজেকে দেশপ্রেমের অন্যতম মুখপাত্র হিসেবে তুলে ধরেন, তাঁর প্রতিষ্ঠানে এমন একটি ঘটনা ঘটায় অনেকেই হতাশ। কারণ একজন সংবাদকর্মীর দায়িত্ব হলো মানুষের কাছে সত্য তুলে ধরা, তা বিভ্রান্তি নয়।
রিপাবলিক মিডিয়ার ক্ষমা চাওয়ার পরও বিতর্ক থামছে না। এই ঘটনা সংবাদমাধ্যমের ভূমিকা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয়গুলোতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন :
IPL 2025: প্লে অফ নিশ্চিত তিন দল, চতুর্থ হওয়ার দৌড়ে কে এগিয়ে?
২০২৫ সালে ভারতীয় ক্রিকেটে প্রজন্ম বদলের সুর – অবসর নিচ্ছেন একের পর এক অভিজ্ঞ তারকা