Breaking News

CoronaDeath WestBengal

রাজ্যে প্রথম করোনা-মৃত্যুতে চাঞ্চল্য, বাড়ছে সংক্রমণ — সতর্ক রাজ্য স্বাস্থ্য দপ্তর

এই বছরে রাজ্যে প্রথম করোনায় মৃত্যু এক ৪৩ বছরের মহিলার

CoronaDeath WestBengal: First Death of the Year %%page%% %%sep%% %%sitename%%

CoronaDeath WestBengal

কলকাতা, ৩ জুন ২০২৫ : রাজ্যে ফের করোনা-আতঙ্ক। চলতি বছরে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার (CoronaDeath WestBengal)। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বছর ৪৩-এর ওই মহিলা। মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য মহলে উদ্বেগ বেড়েছে। স্বাস্থ্য দপ্তর বলছে, রাজ্যে সংক্রমণ বাড়ার পাশাপাশি এখন থেকে প্রতিটি সংক্রমণকেই নজরে রাখা হবে।

স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ওই মহিলা কোনও কোমর্বিডিটিতে ভুগছিলেন না। তবুও শেষ ৪৮ ঘণ্টায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর একাধিকবার হার্ট অ্যাটাক হয় এবং অক্সিজেনের অতিমাত্রায় চাহিদা দেখা দেয়। অবশেষে, জীবনরক্ষা সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, মৃত্যুর একমাত্র কারণ ছিল তীব্র হাইপোক্সিয়া (অক্সিজেন ঘাটতি)

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২-তে, যা আগের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি (পূর্ববর্তী সংখ্যা ছিল ৩৩১)। এই বৃদ্ধির হার রাজ্য স্বাস্থ্য দপ্তরকে চিন্তায় ফেলেছে।

এশিয়ার বিভিন্ন দেশে বাড়ছে কোভিড-১৯, সতর্ক বার্তা বিশেষজ্ঞদের

কলকাতা ও মগরাহাটে হদিশ মিলল তিন করোনা আক্রান্তের, সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে দেশে যে নতুন করোনা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে তা খুব দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। কিন্তু সাধারণভাবে এটি প্রাণঘাতী নয়, বিশেষ করে যাদের অন্য কোনও গুরুতর শারীরিক সমস্যা নেই তাদের ক্ষেত্রে। সেই কারণেই ৪৩ বছরের এক সুস্থ মহিলার মৃত্যু সবাইকে ভাবিয়ে তুলেছে।

বিশেষজ্ঞ মত:

“নতুন স্ট্রেনটি কোমর্বিডিটি ছাড়া খুব বেশি বিপজ্জনক নয়। তবে অক্সিজেন ঘাটতির মতো উপসর্গ দেখা দিলে সতর্ক হতে হবে,” — এক চিকিৎসকের পর্যবেক্ষণ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সংক্রমণের গ্রাফ বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে। হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে যাতে প্রয়োজনীয় অক্সিজেন ও ওষুধের জোগান মজুত থাকে। রাজ্যবাসীকে মাস্ক পরা ও নিয়মিত হাত ধোয়ার মতো কোভিডবিধি মানার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানান:

“এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি আসেনি। কিন্তু পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগও নেই।”

আরও পড়ুন :

বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমার তালিকা প্রকাশ, অপ্রতিদ্বন্দ্বী আমির

রাজীব শুক্লা হচ্ছেন বিসিসিআই’র অন্তবর্তীকালীন সভাপতি

ad

আরও পড়ুন: