DeepikaPadukone TheInternRemake
ক্লাউড টিভি ডেস্ক: বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বের পর থেকে চলচ্চিত্রজগতে তুলনামূলকভাবে নীরব। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমার পর থেকে গত বছরের সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর তিনি মূলত পরিবারেই সময় দিচ্ছিলেন। যদিও ধীরে ধীরে কাজে ফিরছেন, তবে অভিনয়ে (DeepikaPadukone TheInternRemake) নয়—বরং প্রযোজনায় বেশি মনোযোগী হচ্ছেন তিনি।
দীপিকা বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনায় থাকলেও, সম্প্রতি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েন। কারণ, তিনি দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা শুটিং এবং ২০ কোটি টাকা পারিশ্রমিকের শর্ত দিয়েছিলেন, যা প্রযোজক-পরিচালকের সঙ্গে মতানৈক্যের জন্ম দেয়। এই ঘটনাই বলিউডে ‘দীপিকা বনাম সন্দীপ’ বিতর্ককে তীব্র করে তোলে। পরিচালক পরোক্ষভাবে ‘নারীবাদ’-এর প্রসঙ্গ তুলে মন্তব্য করায় বিষয়টি আরও আলোচনায় আসে।
অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন: হলিউড ওয়াক অব ফেম-এ প্রথম ভারতীয় অভিনেত্রী
দীপিকা কাক্কার আক্রান্ত লিভার ক্যান্সারে, স্টেজ ২-এ ধরা পড়ল টিউমার
দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত ২০১৫ সালের হলিউড হিট ‘দ্য ইন্টার্ন’-এর বলিউড রিমেকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের কথা ছিল দীপিকার। মূল সিনেমায় অ্যানি হাথওয়ের চরিত্রে তাঁকে দেখা যাওয়ার কথা ছিল এবং ঋষি কাপুরের মৃত্যুর পর অমিতাভ বচ্চনকে বর্ষীয়ান ‘ইন্টার্ন’ চরিত্রে নেওয়া হয়। তবে নানা কারণে ছবির শুটিং বিলম্বিত হয়। এবার খবর এসেছে—দীপিকা অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং শুধুমাত্র প্রযোজক হিসেবে যুক্ত থাকবেন।
দীপিকার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, তিনি আপাতত অভিনয় থেকে দূরে থেকে প্রযোজনায় সময় দিতে চান। তাঁর পরিকল্পনায় পাঁচটি বড় প্রজেক্ট রয়েছে, যার প্রথমটি ‘দ্য ইন্টার্ন’। আগামী বছরে তিনি এমন গল্প নির্মাণে মনোযোগী হবেন, যা আন্তর্জাতিক দর্শকদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য হবে। অর্থাৎ, রুপালি পর্দায় তাঁর প্রত্যাবর্তন এখনই হচ্ছে না, তবে বলিউডে তাঁর উপস্থিতি থাকবে অন্য ভূমিকায়।
আরও পড়ুন :
স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঋতুপর্ণার অভিনব নৃত্যানুষ্ঠান
ভারতে বাংলাদেশি শিশুর ওপর নির্মম যৌন নির্যাতন: তিন মাসে দুই শতাধিক পুরুষের লালসার শিকার