Breaking News

DeepikaPadukone HollywoodWalkOfFame

অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন: হলিউড ওয়াক অব ফেম-এ প্রথম ভারতীয় অভিনেত্রী

২০২৬ সালের হলিউড ওয়াক অব ফেমে দীপিকা পাড়ুকোনের নাম অন্তর্ভুক্ত হয়ে গড়লেন অনন্য ইতিহাস। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি এই গ্লোবাল সম্মানে ভূষিত হলেন। এই স্বীকৃতি তাঁর ক্যারিয়ারের এক নতুন মাইলফলক এবং ভারতীয় সিনেমার জন্যও এক গৌরবময় অধ্যায়।

DeepikaPadukone HollywoodWalkOfFame Makes History %%page%% %%sep%% %%sitename%%

DeepikaPadukone HollywoodWalkOfFame

ক্লাউড টিভি ডেস্ক : বলিউড থেকে হলিউড—দুই জগতেই নিজস্ব প্রতিভা ও স্টাইল দিয়ে জয় করে চলেছেন দীপিকা পাড়ুকোন। এবার তিনি গড়লেন এক ঐতিহাসিক নজির। ২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’ ক্লাসে মোশন পিকচার বিভাগে নির্বাচিত হলেন দীপিকা, যা তাঁকে এই সম্মানে ভূষিত হওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করল।

গত বুধবার (২ জুলাই) হলিউড চেম্বার অব কমার্স কর্তৃক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ওয়াক অব ফেম ২০২৬-এর তালিকা। শত শত মনোনয়ন থেকে বাছাই করে মাত্র ৩৫ জনকে এই গৌরবময় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, যাদের মধ্যে দীপিকা একজন।

২০১৭ সালে দীপিকা পাড়ুকোন প্রথমবারের মতো হলিউডে পা রাখেন অ্যাকশনধর্মী ছবি xXx: Return of Xander Cage-এর মাধ্যমে, যেখানে তিনি অভিনয় করেছিলেন ভিন ডিজেলের বিপরীতে। ছবিতে তার চরিত্র ‘সেরেনা’ শক্তিশালী, আত্মবিশ্বাসী ও অ্যাকশনে পারদর্শী—যা পশ্চিমা দর্শকের মধ্যেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

এরপর তাঁর আন্তর্জাতিক উপস্থিতি আরও দৃঢ় হয়। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লুই ভিটন, কার্তিয়ে, এবং লোরিয়াল-এর মতো বিখ্যাত প্রতিষ্ঠান তাঁর সঙ্গে যুক্ত হয়। এছাড়া, ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব’-এর তালিকাতেও জায়গা করে নিয়েছিলেন দীপিকা। তাঁর কাজ, ব্যক্তিত্ব ও মানসিক স্বাস্থ্য বিষয়ে খোলামেলা মত প্রকাশ তাঁকে আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য করে তুলেছে।

‘হলিউড ওয়াক অব ফেম’-এ কোনও সেলিব্রিটির নাম যুক্ত হওয়া শুধু জনপ্রিয়তার নয়, বরং দীর্ঘস্থায়ী শিল্পীসত্তার স্বীকৃতি। ২০২৬ সালের তালিকা তৈরির জন্য জুন মাসে ‘ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল’ শত শত আবেদন ও মনোনয়ন পর্যালোচনা করে।২০ জুন বাছাই শেষে ২৫ জুন তালিকাটি অনুমোদন করে চেম্বারের পরিচালনা পরিষদ। সেই তালিকায় ছিল দীপিকার নাম—যা ভারতীয় সিনেমা ও সংস্কৃতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

দীপিকা কাক্কার আক্রান্ত লিভার ক্যান্সারে, স্টেজ ২-এ ধরা পড়ল টিউমার

সোনাগাছি: এক অন্ধকারের আলো ও বাস্তবতার প্রতিচ্ছবি

তালিকায় আরও ছিলেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি তারকা মারিয়ঁ কোটিলার্ড, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং তারকা শেফ গর্ডন রামসে

দীপিকার এই স্বীকৃতি কেবল তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক স্বীকৃতির একটি বড় পদক্ষেপ। দীপিকার সফলতা প্রমাণ করে যে, দক্ষিণ এশিয়ার তারকারাও বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে সম্মানজনক স্থান করে নিতে সক্ষম।

বিশেষজ্ঞদের মতে, দীপিকার এই অর্জন ভবিষ্যতে আরও অনেক ভারতীয় শিল্পীর আন্তর্জাতিক পদার্পণে প্রেরণা জোগাবে।

এ খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় দীপিকা ভক্তরা অভিনন্দন বার্তায় ভাসিয়ে দিয়েছেন তাঁকে। বলিউড ও হলিউড উভয় ইন্ডাস্ট্রির সহশিল্পীরাও এই কৃতিত্বের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

টুইটারে এক ব্যবহারকারী লেখেন, “She walked from Bollywood into Hollywood, and now she’s on the Walk of Fame. What a journey!

আরও পড়ুন :

জাপানে দুই সপ্তাহে ৯০০ ভূমিকম্প, সমুদ্র থেকে উঠছে অদ্ভুত গর্জন: আতঙ্কে দ্বীপবাসী

ইমরান খানের মুক্তি আটকে দিল আদালত: জামিন আবেদন খারিজ

ad

আরও পড়ুন: