DelhiSchools BombThreat
ক্লাউড টিভি ডেস্ক : আজ বুধবার সকালে নয়াদিল্লির শিক্ষা পরিবেশ তীব্র আতঙ্কে ভরে ওঠে। একসঙ্গে রাজধানীর ৫০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি ই-মেইল আসায় শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত সবাই রীতিমতো ভীত হয়ে পড়েন। সকাল সাড়ে সাতটার দিকে বেশ কয়েকটি স্কুলে এই হুমকি মেইল (DelhiSchools BombThreat) ধরা পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।
সূত্রের খবর, হুমকি মেইল এসেছে “Terrorizers 1111” নামে একটি আইডি থেকে। সেখানে দাবি করা হয়েছে, স্কুলগুলির ভেতরে বোমা রাখা আছে। এমনকি ভয় দেখিয়ে ২৫ হাজার মার্কিন ডলার দাবি করা হয়েছে কর্তৃপক্ষের কাছে। অর্থ না দিলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ট্রাম্প ফ্যাসিস্ট, দ্বিতীয় প্রজন্মের অপরাধী— বিস্ফোরক মন্তব্য মার্কিন ইতিহাসবিদ এভার্ন শোয়্যাপের
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দিল্লি পুলিশ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড।
প্রতিটি স্কুল থেকে একে একে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।
স্কুল ভবন ঘিরে রেখে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এখন পর্যন্ত কোনও বিস্ফোরক বা বিপজ্জনক কিছু মেলেনি।
অভিভাবকেরা ছুটে যান সন্তানের স্কুলে। অনেকেই আতঙ্কে সন্তানকে কোলে করে বা হাত ধরে স্কুল থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
দিল্লির স্কুলে বোমার হুমকি নতুন নয়।
২০২৪ সালের মে মাসে প্রায় ৩০০ স্কুলে একযোগে ভুয়ো হুমকি মেইল এসেছিল।
এর কয়েক মাস পর জুলাই মাসে আটটি স্কুলে একইভাবে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।
সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ–এও এমন হুমকি মেইল পাঠানো হয়েছিল।
এবারের ঘটনাটি সেই ধারাবাহিকতারই পুনরাবৃত্তি বলে মনে করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, হুমকি মেইলটিকে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। সাইবার সেল ইতিমধ্যেই মেইল আইডি ও এর উৎস ট্র্যাক করার কাজ শুরু করেছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন,
“আমরা প্রতিটি ই-মেইল গুরুত্ব সহকারে নিচ্ছি। শিশুদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। কোনও ঝুঁকি নেওয়া হবে না।”
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এর পেছনে সাইবার সন্ত্রাসী চক্র বা মজা করার মানসিকতা কাজ করছে। তবে এর সঙ্গে বড় কোনও নাশকতার ষড়যন্ত্র আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
বারবার এভাবে বোমা হুমকি আসায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ তীব্র হচ্ছে। শিশুদের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে এবং মানসিক চাপ তৈরি হচ্ছে। এক অভিভাবক বলেন—
“প্রায়ই এমন মেইল আসে। প্রতিবার সন্তানদের স্কুলে পাঠাতে ভয় হয়। সরকারকে এর স্থায়ী সমাধান করতে হবে।”
এখনও পর্যন্ত এই হুমকিগুলো ভুয়ো প্রমাণিত হয়েছে, তবে প্রতিবারই তা রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তীব্র আতঙ্ক সৃষ্টি করছে। প্রশ্ন উঠছে— এটি কি কেবল সাইবার অপরাধীদের দুষ্টুমি, নাকি এর পেছনে গভীর ষড়যন্ত্র? উত্তর খুঁজছে দিল্লি পুলিশ ও সাইবার সেল।
আরও পড়ুন :
ইজরায়েল-গাজা যুদ্ধ : গাজা শহরে বড়সড় অভিযানের আগে ৫০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকতে পারে ইজরায়েল