Breaking News

KathleenFolbigg Compensation

‘সবচেয়ে খারাপ মা’কে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার!

“২০ বছর ধরে একজন নির্দোষ মা তার সন্তান হারিয়ে জেল খেটেছেন — এই ক্ষতিপূরণ তার জীবনের মূল্য নয়।”

KathleenFolbigg Compensation: A Controversial Case %%page%% %%sep%% %%sitename%%

KathleenFolbigg Compensation

ক্লাউড টিভি ডেস্ক : একসময় যিনি অস্ট্রেলিয়ার ‘সবচেয়ে খারাপ মা’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছিলেন, সেই ক্যাথলিন ফোলবিগ-এর জীবন এখন নাটকীয় মোড় নিয়েছে। ২০ বছর আগে চার শিশুসন্তানকে হত্যা করার অভিযোগে কারাবন্দি হয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক ও বিচারিক প্রমাণে উঠে এসেছে — তিনি নির্দোষ। আর এই ভয়ংকর ভুলের জন্য অস্ট্রেলিয়া সরকার তাকে ক্ষতিপূরণ (KathleenFolbigg Compensation) দিতে সম্মত হয়েছে। তবে প্রস্তাবিত ক্ষতিপূরণের অঙ্ক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

কী ছিল মামলার ইতিহাস?

২০০৩ সালে ক্যাথলিন ফোলবিগকে তার চার সন্তান—ক্যালেব, প্যাট্রিক, সারা ও লোরার রহস্যজনক মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করা হয়। আদালত মেনে নেয়, তিনি তাদের হত্যা করেছেন এবং তাকে ২৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সে সময় তাকে “অস্ট্রেলিয়ার সবচেয়ে খারাপ মা” বলেও উল্লেখ করা হয় সংবাদমাধ্যমে।

নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে

প্যালেস্টাইনের ‘পেলে’কে গুলি করে হত্যা করল ইজরায়েল

কিন্তু ২০২৩ সালে এক বিচারিক রিভিউ-তে চাঞ্চল্যকর মোড় নেয় কেসটি। বিশ্লেষণ করে দেখা যায়, শিশুগুলোর মৃত্যু এক বিরল জিনগত সমস্যার কারণে ঘটেছিল, যার নাম CALM2 genetic mutation। এই মিউটেশন হৃদযন্ত্রে আকস্মিক সমস্যা সৃষ্টি করে যা থেকে শিশুমৃত্যু ঘটতে পারে। এই বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ক্যাথলিনকে মুক্তি দেওয়া হয়।

আইনি মহল ও মানবাধিকার সংগঠনগুলো আশা করেছিল, এই ঘটনা অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম বড় বিচারিক ভুল হিসেবে বিবেচিত হবে এবং ক্ষতিপূরণও হবে উল্লেখযোগ্য — অন্তত এক কোটি অস্ট্রেলিয়ান ডলার বা তার বেশি।

কিন্তু বৃহস্পতিবার ক্যাথলিন ফোলবিগের আইনজীবী জানান, সরকার তাকে মাত্র ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে চাইছে। এই অঙ্ককে তিনি ‘অত্যন্ত অবিচারপূর্ণ ও অনৈতিক’ বলে উল্লেখ করেন।

ক্যাথলিনের পক্ষে আইনি লড়াই চালানো আইনজীবী বলেন, “২০ বছর ধরে একজন নির্দোষ নারী বন্দী জীবন কাটালেন, নিজের সন্তানের মৃত্যুর জন্য সমাজ তাকে দোষারোপ করল, রাষ্ট্র তাকে ঠকাল — আর তার বিনিময়ে যদি মাত্র ২০ লাখ ডলার দেওয়া হয়, তাহলে সেটা ন্যায়বিচার নয়, অবমাননা।”

অস্ট্রেলিয়ার বিচার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সরকার এই ঘটনার গুরুত্ব স্বীকার করছে এবং ফোলবিগকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত। তবে চূড়ান্ত অঙ্ক এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সরকারের মতে, বিচার বিভাগীয় ভুল স্বীকার করা হয়েছে, তবে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ হবে প্রমাণ ও ন্যায্যতা অনুযায়ী।

এই ঘটনায় অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী এবং আইনি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, এই ধরনের ভুলে শুধুমাত্র টাকাই যথেষ্ট নয় — দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপও জরুরি। আবার কেউ বলছেন, এই ক্ষতিপূরণও বহু বন্দির জন্য এক উদাহরণ সৃষ্টি করবে।

আরও পড়ুন :

পোশাক শিল্পে ধস: উৎপাদন বন্ধের আশঙ্কা: অর্ডার বাতিল অ্যামাজন-ওয়ালমার্টের

‘‘মাস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে সে মাইল দখল করে নেয়।’’: ট্রাম্পকে কটাক্ষ করে ভারতের পাশে চীন

ad

আরও পড়ুন: