Hidden Mountain
ক্লাউড টিভি ডেস্ক : পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট। খুবই বিস্ময়ের ব্যাপার মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় ১০০ গুণ উঁচু দুটি পর্বতের (Hidden Mountain) খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। যদিও এসব কাঠামোর উপস্থিতি ভূপৃষ্ঠের নিচে। বিজ্ঞানীদের নতুন এই গবেষণা বলছে, দুটি দানবীয় কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের সীমানায় রয়েছে। আর তাই ধারণা করা হচ্ছে, আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরের নিচে এই পর্বত দুটি অবস্থিত। বিজ্ঞানের পত্রিকা নেচার জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞানীদের মতে, ভূপৃষ্ঠের নিচে থাকা পর্বত দুটির উচ্চতা প্রায় এক হাজার কিলোমিটার। কিন্তু মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় ৮ দশমিক ৮ কিলোমিটার। বলা হয়েছে পর্বত দুটির (Hidden Mountain) বয়স প্রায় ৫০ কোটি বছর। এ বিষয়ে বিজ্ঞানী আরওয়েন ডিউস জানিয়েছেন, কেউ আসলে জানে না এগুলো কী। গবেষণার ফলাফল অনুযায়ী, দুটি দানবীয় কাঠামো পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টেলের মধ্যে রয়েছে। এই দুটি পর্বত একটি বিশাল টেকটোনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে। একটি টেকটোনিক প্লেট অন্য প্লেটের নিচে ঢুকে যাওয়ার কারণে পর্বত দুটি তৈরি হয়েছে।
বিজ্ঞানীরা অবশ্য কয়েক দশক আগেই বলেছিলেন , ভূমিকম্পের শকওয়েভের কারণে পৃথিবীর গভীরে বিশাল কাঠামো তৈরি হয়েছে। পর্বতের (Hidden Mountain) কাঠামো আশপাশে থাকা টেকটোনিক প্লেটের চেয়ে বেশি গরম। বিজ্ঞানীদের ধারণা, ‘আমাদের ভূপৃষ্ঠের নিচের বিশাল অংশ এখন উত্তপ্ত ও গলিত অবস্থা থেকে ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে। এতে অনেক কঠিন কাঠামো ভবিষ্যতেও তৈরি হতে পারে। নতুন সন্ধান পাওয়া পর্বতগুলো ভূপৃষ্ঠের নিচে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে নতুন কাঠামো তৈরির বিষয়ে আরো অনেক কিছু জানাবে।’
আরও পড়ুন:
যে ১০ দেশে মোট জনসংখ্যায় মহিলার অনুপাত বেশি!
Unknown Gunmen: পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদী মৃত্যুতে দায়ী কারা?
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS