Breaking News

DivyaDeshmukh FIDEWomensChampion

কোনেরু হাম্পিকে হারিয়ে বিশ্বসেরা দিব্যা দেশমুখ: ভারতের দাবায় নতুন ইতিহাস

দাবা বিশ্বে নতুন ইতিহাস। কোনেরু হাম্পিকে হারিয়ে ১৯ বছরের দিব্যা দেশমুখ ফিডে মহিলা বিশ্বচ্যাম্পিয়ন হলেন এবং হলেন ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার।

DivyaDeshmukh FIDEWomensChampion Achieves Greatness %%page%% %%sep%% %%sitename%%

DivyaDeshmukh FIDEWomensChampion

ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : দাবার দুনিয়ায় এক নজিরবিহীন কৃতিত্ব গড়লেন ১৯ বছর বয়সী ভারতের দিব্যা দেশমুখ। ফিডে মহিলা বিশ্ব দাবা প্রতিযোগিতার ফাইনালে কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পিকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন এই তরুণী।

জর্জিয়ার বাতুমি শহরে আয়োজিত ফাইনাল ম্যাচে দু’টি গেম ড্র হলেও, টাইব্রেকারে ভয়ঙ্কর ধারালো খেলা উপহার দিয়ে দিব্যা ১.৫-০.৫ ব্যবধানে হারিয়ে দেন অভিজ্ঞ হাম্পিকে। আর এই জয়ের মাধ্যমেই তিনি ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার এবং সর্বকনিষ্ঠ বিশ্বসেরা দাবাড়ু হিসেবে ইতিহাসে জায়গা করে নেন।

জর্জিয়ার বাতুমি শহরের দাবা অঙ্গনে ফাইনালের দিন ছিল রুদ্ধশ্বাস। ভারতের দুই তারকা মহিলা দাবাড়ু মুখোমুখি হয়েছিলেন ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের মঞ্চে। ৩৮ বছর বয়সী কোনেরু হাম্পি, যিনি গত দুই দশক ধরে ভারতীয় দাবার মুখ হয়ে উঠেছেন, এবার তাঁর প্রতিপক্ষ ছিলেন নতুন প্রজন্মের প্রতিনিধি, মাত্র ১৯ বছরের দিব্যা দেশমুখ।

দুটি ক্লাসিক গেম ড্র হওয়ার পর খেলা গড়ায় র‌্যাপিড টাইব্রেকারে। এখানেই নিজের শীতল মাথা, দৃঢ় স্ট্র্যাটেজি ও সাবলীল কৌশল দিয়ে হাম্পিকে চাপে ফেলেন দিব্যা। প্রথম গেমে জয় পাওয়ার পর দ্বিতীয় গেমে ড্র করে ১.৫-০.৫ ব্যবধানে ফাইনাল নিজেদের করে নেন তিনি।

ফিডে মহিলা দাবা বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করলেন ভারতের দিব্যা দেশমুখ

নরওয়েতে ম্যাগনাস কার্লসেনকে স্তব্ধ করে দিলেন ডি গুকেশ

এই জয়ে শুধুমাত্র বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরবই নয়, বরং ভারতের ৮৮তম গ্র্যান্ডমাস্টার হিসেবেও নতুন এক অধ্যায় শুরু করলেন দিব্যা। এটি ভারতীয় মহিলা দাবায় অন্যতম বড় জয়, কারণ যেখানে হাম্পি নিজেই বহু বছর ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু ছিলেন, সেখানে তাঁর পরাজয়ে একটি প্রজন্মের বদলের বার্তা স্পষ্ট।

দিব্যার পারফরম্যান্স এ প্রতিযোগিতা জুড়েই ছিল নজরকাড়া। কোয়ার্টার ফাইনালে তিনি ইউক্রেনের দীনারা দ্রোগিনাকে হারিয়েছিলেন, আর সেমিফাইনালে পরাজিত করেছিলেন চিনের গ্র্যান্ডমাস্টার ঝাও জুয়ানকে। তাঁর প্রতিটি ম্যাচেই বোঝা গিয়েছিল, তিনি খেলায় কতটা পরিপক্ব ও সাহসী।

এই জয়ের পর দিব্যা বলেছেন,
“আমি বিশ্বাস করি সাহস ও ধৈর্য মিলিয়ে যেকোনো প্রতিপক্ষকে হারানো যায়। হাম্পির মতো কিংবদন্তির বিরুদ্ধে খেলা আমার জন্য শিক্ষা ও গর্বের।”

ক্রীড়া বিশ্লেষকদের মতে, এই জয় ভারতীয় দাবা খেলায় এক নতুন দিগন্তের সূচনা করল। যেখানে হাম্পির স্থানে দিব্যা বা অন্যান্য তরুণরা উঠে আসছেন বিশ্বমঞ্চে।

আরও পড়ুন :

১৪ দিনের নিঃশব্দ অভিযান, শেষমেশ মহাদেব চূড়ায় খতম ‘পহেলগাম হামলার মাস্টারমাইন্ড’: জানুন Operation Mahadev-এর ভেতরের কাহিনি

Bolpur প্রশাসনিক বৈঠকে BLO-দের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রছন্ন হুমকি : “ভোটার রোল সংশোধনে কোনও হয়রানি চলবে না”

ad

আরও পড়ুন: