Breaking News

MacronSlap

প্লেন থেকে নামার আগেই স্ত্রীর ‘চড়’! ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিতর্কের কেন্দ্রে

এই ঘটনার পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে মজা করে বলেন, “এটা তো একটা মজার মুহূর্ত ছিল। অথচ এখন সবাই এটাকে জিও-প্ল্যানেটারি ক্যাটাস্ট্রোফি বানিয়ে ফেলেছে!”

MacronSlap: The Viral Moment Explained %%page%% %%sep%% %%sitename%%

MacronSlap

ক্লাউড টিভি আন্তর্জাতিক ডেস্ক | ২৬ মে ২০২৫ : ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে পৌঁছানোর মুহূর্তে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁর একটি ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট দম্পতি যখন সরকারি বিমানের দরজায় দাঁড়িয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ব্রিজিত ম্যাক্রোঁর হাত প্রেসিডেন্টের মুখে এসে পড়ে। অনেকেই এটি ‘চড়’ (MacronSlap) বলেই ব্যাখ্যা করছেন। ঘটনাটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা, ট্রল ও রাজনৈতিক বিতর্ক।

ভিয়েতনামের হ্যানয় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর ফ্রান্সের রাষ্ট্রপতি বিমান থেকে নামার সময় এক হাস্যকর অথচ বিতর্কিত মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ দরজার ঠিক ধারে দাঁড়িয়ে রয়েছেন। তখন তাঁর স্ত্রী ব্রিজিত তাঁর পেছনে এসে কী যেন বলেন এবং সঙ্গে সঙ্গেই হাতে আলতোভাবে তাঁর মুখ স্পর্শ করেন। মুহূর্তটি অনেকের চোখে ‘ঠেলে ধরা’ বা ‘চড়’ বলে মনে হয়।

৩০ দিনের যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব মেনে নিয়েছে ইউক্রেন, রাশিয়া কি সম্মত হবে?

এক কিংবদন্তি ফাস্ট বোলারের মর্মান্তিক পরিণতি

তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ মুখে হাত পড়ার পর হেসে পরিস্থিতি সামাল দেন এবং নিচে নেমে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানান। এরপর সেই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে।

এই ঘটনার পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফরাসি সংবাদমাধ্যমের সঙ্গে মজা করে বলেন,

“এটা তো একটা মজার মুহূর্ত ছিল। অথচ এখন সবাই এটাকে জিও-প্ল্যানেটারি ক্যাটাস্ট্রোফি বানিয়ে ফেলেছে!”

তিনি আরও যোগ করেন,

“দাম্পত্য জীবনে এমন হালকা-পাতলা খুনসুটি চলতেই পারে। এটাকে নিয়ে এত তোলপাড় করার কিছু নেই।”

ফরাসি প্রেসিডেন্টের সরকারি দফতর এলিসি প্যালেস জানায়,

“এটি একটি ঘনিষ্ঠ এবং স্বাভাবিক পারিবারিক মুহূর্ত। ব্রিজিত ম্যাক্রোঁ এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর মধ্যে গভীর সম্পর্ক ও বোঝাপড়া রয়েছে। সফরের সময় এমন হাস্যরস সাধারণ বিষয়। দয়া করে এটি নিয়ে অপ্রয়োজনীয় ব্যাখ্যা ও গুজব ছড়াবেন না।”

ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে নানারকম প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ ঘটনাটিকে হালকাভাবে মজার মুহূর্ত বলে মনে করছেন, আবার কেউ কেউ এটিকে দম্পতির মধ্যকার অব্যক্ত অশান্তির ইঙ্গিত হিসেবে দেখছেন।

বিশেষ করে তাঁদের বয়সের পার্থক্য নিয়েও বিতর্ক উঠে এসেছে। উল্লেখ্য, ব্রিজিত ম্যাক্রোঁ প্রেসিডেন্টের থেকে ২৪ বছরের বড়, যা তাঁদের সম্পর্কের শুরুর সময় থেকেই আলোচনার বিষয়।

ঘটনাটিকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনীতিতেও তরঙ্গ উঠেছে। বিরোধী দলগুলোর কেউ কেউ বলছে,

“দেশে অর্থনৈতিক সংকট, কৃষকদের বিক্ষোভ, পররাষ্ট্র নীতির বিতর্ক – সবকিছুর মধ্যে প্রেসিডেন্ট যখন বিদেশ সফরে, তখন এমন ‘চড় হাস্যরস’ জনগণের চোখে ধুলো দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়।”

আরও পড়ুন :

রাশিয়া এক রাতে ৩৫৫টি ড্রোন ও ৯টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে, যা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সর্ববৃহৎ ড্রোন হামলা।

ক্লাউড টিভি স্পোর্টস রিপোর্ট | এমবাপ্পের জাদুতে গোল্ডেন বুট রিয়ালে

ad

আরও পড়ুন: