DurgaPujaGrant2025 MamataBanerjee
ক্লাউড টিভি ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে আর মাত্র মাস দুয়েক বাকি। তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গেল প্রশাসনিক স্তরে। এবছর দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বৈঠকে বসতে চলেছেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে (DurgaPujaGrant2025 MamataBanerjee)। আগামী ৩১ জুলাই এই বৈঠক আয়োজিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে শুধু পুজো কমিটির প্রতিনিধিরাই নয়, উপস্থিত থাকবেন প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকও।
বাঙালির সবচেয়ে বড় উৎসব যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই বৈঠক। মূলত আলোচনা হবে—
প্যান্ডেল তৈরি ও আলোকসজ্জা সংক্রান্ত নিরাপত্তা
আগুনের ঝুঁকি এড়াতে দমকলের প্রস্তুতি
বিদ্যুৎ সংযোগ ও অতিরিক্ত লোড মোকাবিলার পরিকল্পনা
ট্রাফিক ও যান চলাচল সংক্রান্ত ব্যবস্থা
বিশুদ্ধ পানীয় জল ও সাফাই
গণপরিবহণের বাড়তি ব্যবস্থা
এছাড়া, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় তৈরি করাই এই বৈঠকের অন্যতম লক্ষ্য।
কলকাতা পুলিশ
কলকাতা পুরসভা
দমকল বিভাগ
সিইএসসি (বিদ্যুৎ সংস্থা)
পরিবহণ দপ্তরের শীর্ষ আধিকারিক
এবং রাজ্যের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা
বিশেষ করে বড় পুজো কমিটিগুলোর ক্ষেত্রে আলাদা গুরুত্ব দেওয়া হবে। কলকাতা ও শহরতলির মিলিয়ে ২ হাজারের বেশি পুজো কমিটিকে এই বৈঠকে ডাকা হতে পারে।
বাড়তে পারে সরকারি অনুদান
গত বছরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে পুজো অনুদান ৮৫ হাজার টাকা করা হয়েছে এবং ভবিষ্যতে তা ১ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এবার সেই আশাতেই বুক বেঁধেছেন উদ্যোক্তারা।
২০২৪ সালে ৮৫ হাজার টাকার অনুদান ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবছর পুজোর আগেই তা হয়তো বেড়ে দাঁড়াতে পারে ১ লক্ষ টাকায়।
এই অর্থ দিয়ে অনেক পুজো কমিটিই আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সুরক্ষা, স্বাস্থ্য ক্যাম্প ইত্যাদি পরিচালনা করে থাকে। তাই অনুদান বাড়লে তা সবার জন্যই উপকারি হবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে এন চন্দ্রশেখরনের বৈঠক: বাংলায় টাটার বিনিয়োগে নতুন সম্ভাবনার ইঙ্গিত
কেন এই অনুদান গুরুত্বপূর্ণ?
রাজ্যে দুর্গাপুজো এখন শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ও পর্যটন কেন্দ্রিক উৎসব
ইউনেস্কোর স্বীকৃতি প্রাপ্ত হওয়ার পর উৎসবটি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা
পুজো ঘিরে ছোট ব্যবসা, শিল্পী, কারিগর, আলোকসজ্জা শিল্পীদের উপর আর্থিক নির্ভরতা তৈরি হয়
সরকারি সহায়তা উদ্যোক্তাদের জন্য এক বড় ভরসা
অতীতের অনুদানের হিসাব:
সাল | অনুদানের অঙ্ক |
---|---|
২০১৮ | ₹১০,০০০ |
২০১৯ | ₹২৫,০০০ |
২০২০ | ₹৫০,০০০ |
২০২১ | ₹৬০,০০০ |
২০২২ | ₹৭০,০০০ |
২০২৩ | ₹৭৫,০০০ |
২০২৪ | ₹৮৫,০০০ |
২০২৫ | ❓ (সম্ভাব্য ₹১,০০,০০০) |
মুখ্যমন্ত্রীর বার্তা?
সূত্রের খবর, পুজো উদ্যোক্তাদের অনুরোধে এবার মুখ্যমন্ত্রী একাধিক ঘোষণা করতে পারেন—
সরকারি অনুদানের অঙ্ক বাড়ানো
সিইএসসি ও পুরসভার তরফে আলাদা হেল্পলাইন
সব পুজো কমিটির জন্য অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা
দুর্গাপুজোর সময় নাগরিক পরিষেবায় জরুরি কন্ট্রোল রুম
আরও পড়ুন :
শেষমেশ নিষেধাজ্ঞার কবলে লিওনেল মেসি ও জর্দি আলবা — অলস্টার ম্যাচে না খেলায় শাস্তি এমএলএসের