এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ ইস্টবেঙ্গল
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে ইস্টবেঙ্গল মহিলা দল। প্রথমবারের মতো তারা খেলতে যাচ্ছে মর্যাদাপূর্ণ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি হাউসে অনুষ্ঠিত ড্র-তে ইস্টবেঙ্গলকে রাখা হয়েছে গ্রুপ বি-তে।
কারা প্রতিপক্ষ?
এই গ্রুপে ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বী তিন শক্তিশালী দল হলো—
উহান জিয়াংদা এফসি (চীন PR) – বর্তমান চ্যাম্পিয়ন এবং আয়োজক।
বাম খাতুন এফসি (ইরান) – পশ্চিম এশিয়ার অন্যতম সেরা মহিলা দল।
পিএফসি নাসাফ (উজবেকিস্তান) – মধ্য এশিয়ার শক্তিশালী ক্লাব।
ইস্টবেঙ্গলের যোগ্যতা অর্জনের পথ
২০২৪-২৫ সালের ইন্ডিয়ান উইমেন্স লিগ (IWL)-এর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ইস্টবেঙ্গল এই প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে। এরপর প্রাথমিক পর্যায়ের গ্রুপ ই-তে তারা শীর্ষে থেকে জায়গা করে নেয় মূল গ্রুপ পর্বে।
কম্বোডিয়ায় অনুষ্ঠিত ওই পর্বে ইস্টবেঙ্গল কিচি এসসি (হংকং) এবং নম পেন ক্রাউন এফসি (কম্বোডিয়া)-কে পরাজিত করে নিজেদের প্রথম মহাদেশীয় যাত্রা নিশ্চিত করে।
২০২৯ সাল পর্যন্ত এফসি গোয়া থেকে জয় গুপ্তার সাথে চুক্তিবদ্ধ হলো ইস্টবেঙ্গল
এফসি গোয়া আল সিবকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ পর্বে মোহনবাগানের সাথে যোগ দিল
প্রতিযোগিতার কাঠামো
এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় আসরে মোট ১২টি দল অংশ নিচ্ছে, যাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ পর্ব : ১৭ থেকে ২৩ নভেম্বর (আয়োজক – উহান জিয়াংদা, চীন)।
গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী ক্লাব যাবে নকআউট পর্বে।
নকআউট পর্ব : ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে এক লেগের কোয়ার্টার ফাইনাল।
সেমিফাইনাল ও ফাইনাল : ২০–২৩ মে, ২০২৬।
ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ
বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদার বিরুদ্ধে মাঠে নামা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। তবে ভারতীয় মহিলা ফুটবলের উন্নতির পথে এটি এক ঐতিহাসিক মাইলস্টোন। ফুটবল মহল মনে করছে, এই প্রতিযোগিতা থেকে ইস্টবেঙ্গল শুধু অভিজ্ঞতাই পাবে না, বরং ভারতীয় মহিলা ফুটবলের মান উন্নয়নের পথও খুলে দেবে।
আরও পড়ুন :
কলকাতায় প্রথমবার প্রদর্শিত হচ্ছে The Bengal Files, আয়োজনে খোলা হাওয়া
ডিশ টিভি লঞ্চ করল VZY স্মার্ট টিভি, এক ডিভাইসে DTH ও OTT এর অভিজ্ঞতা