EastBengal Wins KolkataDerby
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | ২৬ জুলাই ২০২৫ : কলকাতা লিগ মানেই উত্তেজনা। আর যদি সেটা হয় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, তাহলে তো কথাই নেই। কল্যাণীর মাঠে শনিবার যেন ফিরল সেই পুরনো গন্ধ—প্রাণবন্ত ডার্বির উত্তাপ, গ্যালারিতে উৎসাহী সমর্থক, আর মাঠে তরতাজা প্রতিভার ঝলক। শেষ পর্যন্ত জয়লাভ করল ইস্টবেঙ্গল ক্লাব, স্কোরলাইন ৩-২। আর এই জয়ের (EastBengal Wins KolkataDerby) মূল কারিগর হলেন তরুণ মিডফিল্ডার সায়ন বন্দ্যোপাধ্যায়—একটি গোল করলেন, একটি করালেন এবং গোটা ম্যাচে ছড়ালেন জাদু।
ডুরান্ড কাপ ঘিরে ইস্টবেঙ্গলের কোমর বেঁধে নামা: ১২ জুলাই থেকে শুরু প্রস্তুতি, টার্গেট ২৩ জুলাই
খেলার শুরুর দিকে দুই দল কিছুটা নিরীক্ষামূলক ফুটবল খেললেও, ম্যাচের ছন্দ প্রথমে ধরেন ইস্টবেঙ্গলের সায়ন।
২০ মিনিটে ওয়ান-টু পাসিংয়ের মাধ্যমে বক্সে ঢুকে যান সায়ন, গোলকিপারকে টেনে বের করে দেন এবং বল বাড়িয়ে দেন অধিনায়ক জেসিন টিকে-র দিকে। বাঁ পায়ের এক নিখুঁত ফিনিশে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
এরপর ৩৫ মিনিটে একটি দুরন্ত কাউন্টার অ্যাটাকে নিজেই গোল করেন সায়ন, গোলকিপারের ডান দিকে বল পাঠিয়ে দেন জালে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল ২-০ গোলে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে ফিরেই ম্যাচে কামব্যাকের ইঙ্গিত দেয় মোহনবাগান।
৬০ মিনিটে লোওয়ান একটি দুর্দান্ত ফিনিশে গোল করে ব্যবধান কমান।
৬৬ মিনিটে কিয়ান নাসিরি হেড করে সমতা ফেরান, মনে হচ্ছিল খেলার মোড় ঘুরে যেতে চলেছে।
কিন্তু মোহনবাগানের স্বপ্ন কিছুক্ষণের মধ্যেই ভেঙে দেন ডেভিড। গোল হজমের পরেও হাল ছাড়েনি ইস্টবেঙ্গল। ঠিক পরের মিনিটে, ৬৭ মিনিটে, সায়নের প্লে‑মেকিং থেকে আমনের ক্রস পান ডেভিড। জোরালো শটে জালে বল পাঠিয়ে আবারও ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ৩-২ গোলে। এই গোলেই স্থির হয়ে যায় ম্যাচের ভাগ্য।
ইস্টবেঙ্গলের দেবজিৎ মজুমদার অন্তত তিনটি নিশ্চিত গোল বাঁচান। মোহনবাগান গোলকিপারও কিছু সেভ করলেও, সায়নের আক্রমণভাগ সামাল দিতে পারেননি।
পজেশন: ইস্টবেঙ্গল সামান্য এগিয়ে
ফিনিশিং: ইস্টবেঙ্গলের এগিয়ে থাকা সত্ত্বেও দু’দলই অনেক সুযোগ নষ্ট করেছে
মিডফিল্ড ম্যানেজমেন্ট: সায়ন, জেসিন, ও মার্তণ্ড দারুণ সামাল দিয়েছেন
ম্যাচের সেরা: সায়ন বন্দ্যোপাধ্যায়
“দলের হয়ে এমন বড় ম্যাচে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। কিন্তু জয়টা দলেরই কৃতিত্ব,” – ম্যাচ শেষে বললেন সায়ন।
আজকের তারকা
| ইস্টবেঙ্গল | মোহনবাগান |
|---|---|
| সায়ন বন্দ্যোপাধ্যায় (1 গোল, 1 অ্যাসিস্ট) | কিয়ান নাসিরি (1 গোল) |
| জেসিন টিকে (1 গোল) | লেওয়ান (1 গোল) |
| ডেভিড (1 গোল) | সুহেল ভাট (মিসড চান্স) |
| দেবজিৎ মজুমদার (3 সেভ) | দীপেন্দু বিশ্বাস |