Rajinikanth Coolie
ক্লাউড টিভি ডেস্ক : ভারতীয় সিনেমার ইতিহাসে রজনীকান্ত মানেই এক আলাদা মাত্রা, এক আলাদা উন্মাদনা। সেই উন্মাদনাই যেন আবারও ফিরে এসেছে আসন্ন অ্যাকশন-থ্রিলার ‘কুলি’-র মুক্তি ঘিরে। লোকেশ কঙ্গরাজ পরিচালিত এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি আগামী ১৪ আগস্ট ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তবে মুক্তির এক সপ্তাহ আগেই ছবিটি (Rajinikanth Coolie) আন্তর্জাতিক বক্স অফিসে নজির গড়ে দিয়েছে অগ্রিম টিকিট বিক্রিতে।
‘কুলি’-র ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনার ঝড় বইছে। রজনীকান্তের স্টাইল, লোকেশ কঙ্গরাজের স্বাক্ষরধর্মী অ্যাকশন সিকোয়েন্স এবং মাল্টিস্টারার কাস্টিং—সব মিলিয়ে এটি ইতিমধ্যেই বছরের সবচেয়ে আলোচিত দক্ষিণী সিনেমায় পরিণত হয়েছে। ট্রেলার মুক্তির পর আন্তর্জাতিকভাবে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি, যা মুক্তির আগেই ছবিটিকে বক্স অফিসের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
১৪ আগস্ট শুধুমাত্র ‘কুলি’ নয়, মুক্তি পাচ্ছে বলিউডের বিগ বাজেট সিনেমা ‘ওয়ার ২’। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি। ফলে বক্স অফিসে দুই তারকাবহুল সিনেমার মুখোমুখি লড়াই নিশ্চিত। তবুও প্রাথমিক সূচকে দেখা যাচ্ছে—রজনীকান্তের ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে ইতিমধ্যেই এগিয়ে আছে বহু দূর।
শুক্রবার (৮ আগস্ট) পর্যন্ত কেবল উত্তর আমেরিকায় ‘কুলি’-র অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। তামিলনাড়ুতেও গতকাল থেকে সীমিত পরিসরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় এবং মাত্র আধা ঘণ্টার মধ্যে প্রায় ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী ছবিটি ১২০ কোটি টাকার বেশি আয় করতে পারে।
বাস্তব কুলির জীবন থেকে রূপালি পর্দায় রজনীকান্তের আবেগঘন ‘কুলি’ যাত্রা
মাইকেল শুমাখারের ঐতিহাসিক ফেরারি বিক্রি ১৮.১৭ মিলিয়ন ডলারে, এফওয়ান ইতিহাসে নতুন রেকর্ড
অন্যদিকে, একই সময় পর্যন্ত উত্তর আমেরিকায় ‘ওয়ার ২’-এর টিকিট বিক্রি দাঁড়িয়েছে মাত্র ৩ কোটি টাকা। ভারতের অভ্যন্তরে ছবিটির টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, ফলে লড়াইয়ে ভারসাম্য ফিরতে পারে কিনা, সেটি এখনো সময়ের অপেক্ষা।
‘কুলি’ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি আছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা, বলিউড কিংবদন্তি আমির খান, কন্নড় তারকা উপেন্দ্র, তামিল অভিনেত্রী শ্রুতি হাসান প্রমুখ। এই ধরনের সর্বভারতীয় কাস্টিং ছবিটির দর্শকসংখ্যা আরও বাড়িয়ে তুলছে।
অন্যদিকে, ‘ওয়ার ২’ প্রযোজনা করেছে ইয়াশ রাজ ফিল্মস এবং এটি ‘ওয়ার’ (২০১৯)-এর সিক্যুয়েল। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের জুটি অ্যাকশনপ্রেমী দর্শকদের বড় আকর্ষণ হলেও, প্রাথমিক প্রবণতা ইঙ্গিত দিচ্ছে—রজনীকান্তের ভক্তদের ঢল আপাতত অপরাজেয়।
ট্রেড অ্যানালিস্টদের মতে, দক্ষিণী সিনেমার ক্রমবর্ধমান প্রভাব এবং রজনীকান্তের বিশাল ভক্তসমাজ মিলিয়ে ‘কুলি’-র প্রথম সপ্তাহেই ৪০০–৫০০ কোটি টাকা আয় সম্ভব। যদি মুখে মুখে ভালো প্রতিক্রিয়া পাওয়া যায়, তবে এই সংখ্যা আরও বেড়ে ৭০০ কোটির ঘরে পৌঁছাতে পারে।
অপরদিকে, ‘ওয়ার ২’ বলিউডের জন্য বড় বাজি। ভারতের মূলধারার হিন্দি দর্শক ও আন্তর্জাতিক বাজারে হৃতিক–এনটিআরের কম্বিনেশন ভালো ব্যবসা করতে পারে। তবে অগ্রিম বিক্রিতে পিছিয়ে পড়া ছবিটির জন্য কিছুটা চাপ তৈরি করেছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ‘কুলি’ নিয়ে হ্যাশট্যাগ ঝড় চলছে। টুইটার, ইনস্টাগ্রামে রজনীকান্ত ভক্তরা ট্রেলার থেকে নেওয়া ডায়ালগ ও দৃশ্য শেয়ার করছেন, যা ফ্যানবেজের উচ্ছ্বাস বাড়াচ্ছে বহুগুণে। একইভাবে ‘ওয়ার ২’ নিয়েও আলোচনা আছে, তবে তার মাত্রা আপাতত তুলনামূলক কম।
আরও পড়ুন :
শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাত এর নাম আগে কি ছিল জানেন ?
শুভমান গিলের পাঁচ দিনের না ধোওয়া, ধুলো-মাটি, ঘামের দাগ সহ জার্সি নিলামে বিক্রি হল ৫ লাখ টাকায়