USA Tariff recession
ক্লাউড টিভি ডেস্ক : নতুন শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এখন ব্যাকফুটে। নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রেই মন্দা (USA Tariff Recession) হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান শ্যাকস।
এতে সতর্ক করে বলা হয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থা খারাপ হচ্ছে এবং বিনিয়োগের ওপর ক্রমাগত চাপ পড়ছে।
সোমবার (৭ এপ্রিল) ‘ইউএস ডেইলি: কাউন্টডাউন টু রিসেশন’ শীর্ষক একটি গবেষণা নোটে, গোল্ডম্যান আগামী ১২ মাসে দেশের অর্থনীতিতে ৪৫ শতাংশ মন্দা (USA Tariff Recession) বাড়ার আশঙ্কা করেছে।
এতে আরও দেখানো হয়, ২০২৫ সালের মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস ১.০ শতাংশ থেকে কমে ০.৫ শতাংশ হয়েছে।
গত ২ এপ্রিল ট্রাম্প অনেক দেশের আমদানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এছাড়া ১১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করেছেন। এই ঘোষণার পরই গোল্ডম্যানের গবেষণায় এ মন্দার কথা বলা হয়েছে।
গত শনিবার থেকে অনেক দেশের আমদানি পণ্যের ওপর ট্রাম্পের একতরফা ১০ শতাংশ শুল্ক আদায় করা শুরু হয়েছে। আগামী বুধবার থেকে প্রতিটি দেশের ওপর ১১ থেকে ৫০ পর্যন্ত ব্যাপক হারের এই পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে (USA Tariff Recession)।
আরও পড়ুন :
‘আল্লাহ্ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন। চিন্তা করবেন না। আসতেছি আমি।’! বললেন শেখ হাসিনা
ভারতের ক্রিকেট ইতিহাসে ১৮৩ সংখ্যাটি একটি বিশেষ সংখ্যা
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS