IsraelIranConflict
ক্লাউড টিভি ডেস্ক | ১৩ জুন ২০২৫ : গতকাল ইজরায়েল এক ‘প্রি-এম্পটিভ’ সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের ওপর ব্যাপক বিমান হামলা (IsraelIranConflict) চালায়। “অপারেশন রাইজিং লায়ন” নামের এই অভিযানে অংশ নেয় ২০০টিরও বেশি ফাইটার জেট, যেগুলো একযোগে আঘাত হানে ইরানের পরমাণু গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের রেভল্যুশনারি গার্ডস-এর প্রধান নেতাদের ওপর।
ইসরায়েলি ড্রোন ও জেট হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, আইআরজিসি প্রধান হোসেইন সালামি, এবং কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী। ক্ষতিগ্রস্ত হয়েছে নাতাঞ্জ, খোররামাবাদ, এসফাহান ও বন্দর আব্বাসের ঘাঁটি।
নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান, নজরদারিতে নতুন দিগন্ত
ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পকে কঠোর বার্তা: পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে না
পাল্টা আক্রমণে ইরান তেল আবিব, হাইফা, ডিমোনা ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ছুড়ে দেয় ১০০-র বেশি সামরিক ড্রোন। ইজরায়েল ‘আইরন ডোম’ সিস্টেমের মাধ্যমে বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে পারলেও, কিছু ড্রোন আঘাত হানে জনবসতিপূর্ণ এলাকায়।
সিরিয়া, ইরাক ও জর্ডনে এই যুদ্ধের ছায়া পড়েছে। বাগদাদ, দামাস্কাস ও আম্মানে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত ও বাহরিণ।
যুক্তরাষ্ট্র প্রথমে জানায়, তারা এই হামলায় অংশ নেয়নি। তবে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের ঘাঁটিগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধ চাই না, তবে ইজরায়েলের আত্মরক্ষার অধিকার সমর্থন করি।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুইতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং উভয় দেশকে সংযম দেখাতে আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও চীন শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানিয়েছে।
তেল বাজার বিশৃঙ্খল—ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৭ ডলার প্রতি ব্যারেলে। আন্তর্জাতিক স্টকমার্কেটে ধ্বস, বেড়ে যাচ্ছে সোনার দাম।
বিশেষজ্ঞদের মতে, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত যুদ্ধ ডেকে আনতে পারে। হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের জড়িত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পারমাণবিক সমঝোতা সম্পূর্ণ ভেঙে পড়তে চলেছে।
আরও পড়ুন :
শিক্ষকদের প্রতিবাদ আরও তীব্র আকার নিচ্ছে: আমরণ অনশনে চাকরি হারা শিক্ষকরা