Breaking News

F1VisaUpdates

ট্রাম্প সরকার নতুন করে আন্তর্জাতিক ছাত্রদের জন্য F-1 ছাত্র ভিসার আবেদন গ্রহণ শুরু করল

“যুক্তরাষ্ট্রে ছাত্র ভিসার আবেদন শুরু হলেও স্টেট ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে—শুধু মেধা নয়, নৈতিকতাও চাই। অপব্যবহার করলে বাতিল হতে পারে ভিসা, নেওয়া হবে কঠোর ব্যবস্থা।”

F1VisaUpdates: Apply for Your Student Visa Now %%page%% %%sep%% %%sitename%%

F1VisaUpdates

ক্লাউড টিভি ডেস্ক : বিশ্বজুড়ে উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা বহুদিনের। এবার সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন হাজারো শিক্ষার্থী। যুক্তরাষ্ট্র সরকার আবারও আন্তর্জাতিক ছাত্রদের জন্য F-1 ছাত্র ভিসার আবেদন গ্রহণ শুরু(F1VisaUpdates) করেছে। তবে এর সঙ্গে এসেছে কিছু কঠোর শর্তনৈতিক বার্তা

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র মিগনন হিউস্টন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শুধু শিক্ষার উদ্দেশ্য নিয়েই কেউ যেন যুক্তরাষ্ট্রে পা রাখেন—এই নীতিতে কোনো ব্যতিক্রম চলবে না।

মিগনন হিউস্টন বলেন,

“ভিসা মানে শুধু মার্কিন মুলুকে ঢোকার টিকিট নয়, এটি একটি আচরণগত চুক্তি। আমরা চাই, শিক্ষার্থীরা যেন প্রকৃত অর্থেই পড়াশোনা করতে আসে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ গঠনমূলক থাকে। বিশৃঙ্খলা বা সহিংসতার কোনো সুযোগ থাকবে না।”

তাঁর ভাষ্য অনুযায়ী, জাতীয় নিরাপত্তা যুক্তরাষ্ট্রের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তাই ছাত্র ভিসার অপব্যবহার কিংবা ভুল উদ্দেশ্যে ব্যবহার করাকে “শূন্য সহনশীলতা” নীতিতে বিবেচনা করা হবে।

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ: ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপ

নিজের কলেজে ‘ধর্ষিতা’ ছাত্রী। ‘ধর্ষক’ পূর্বপরিচিত এবং ছাত্র রাজনীতিতে দু’জনে ‘সহযোদ্ধা

এই প্রেক্ষাপটে ভারতকে আলাদা করে গুরুত্ব দিয়েছেন হিউস্টন। তিনি বলেন,

“ভারত আমাদের কৌশলগত অংশীদার। কোয়াড, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতায় তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি যুক্ত করেন যে, মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিভাবান ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য, এবং তারা শুধু একাডেমিক সাফল্যই নয়, গবেষণা ও উদ্ভাবনেও বড় ভূমিকা রাখছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে ভারতের সঙ্গে আসন্ন চুক্তির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন,

“ভারত এখনো আমাদের কোম্পানিগুলোকে পুরোপুরি প্রবেশাধিকার দেয় না। তবে আমি নিশ্চিত, আমরা ভারসাম্যপূর্ণ একটি চুক্তির দিকে এগোচ্ছি।”

তিনি বলেন, বাণিজ্য যেন ন্যায্য ও সমতাভিত্তিক হয়, সেই লক্ষ্যে ভারতের সঙ্গে নতুন একটি সমঝোতা চুক্তির প্রস্তুতি চলছে।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু অর্থনীতির ক্ষেত্রেই বড় অবদান রাখে না, তারা গবেষণা, উদ্ভাবন, কৌশলগত দক্ষতা এবং বৈচিত্র্যপূর্ণ চিন্তাধারা এনে দেয়। এই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র চায় শিক্ষার্থীরা আসুক, তবে সৎ উদ্দেশ্যে।

বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা দুর্ব্যবহারের কয়েকটি ঘটনা এবং ক্যাম্পাসে সহিংসতার পরিপ্রেক্ষিতে এই কঠোর বার্তাটি এসেছে। এতে একদিকে যেমন বিদেশি শিক্ষার্থীদের সতর্ক করা হচ্ছে, অন্যদিকে যারা সত্যিকার অর্থেই পড়াশোনার জন্য আসছেন—তাদের জন্য পথ আরও সুগম করা হচ্ছে।

আরও পড়ুন :

বিয়ের ১০ দিনের মধ্যে অকাল প্রয়াণে স্তব্ধ লিভারপুল ও পর্তুগাল ফুটবল মহল

উইম্বলডনে থামল তারভেটের স্বপ্ন, তৃতীয় রাউন্ডে আলকারাজ

ad

আরও পড়ুন: