FIFAWorldCup2026 Draw
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ প্রথমবারের মতো ৩টি দেশ — যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো — যৌথভাবে আয়োজন করতে চলেছে। এবার টুর্নামেন্টে ৩২ দলের বদলে অংশ নেবে ৪৮টি দল। তাই বিশ্বকাপ নিয়ে ফুটবলপ্রেমীদের উৎসাহ এবং আগ্রহ আগের চেয়ে বহুগুণ বেশি। এই টুর্নামেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ মূল পর্বের ড্র, কোথায় ও কবে হবে তা নিয়ে অনেক দিন ধরেই ছিল জল্পনা। এবার সেই সম্ভাব্য উত্তর মিলেছে।
বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ ডিসেম্বর এবং সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জাঁকজমকপূর্ণ শহর লাস ভেগাস। যদিও ফিফা এখনো সরকারিভাবে কিছু ঘোষণা করেনি, তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ইএসপিএনকে এই তারিখ এবং ভেন্যু নিশ্চিত করেছে।
আনচেলত্তির অভিষেক ম্যাচেই হতাশা, ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল গোলশূন্য
বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ১৩ টি দেশ, চমক উজবেকিস্তান ও জর্ডন
প্রসঙ্গত, ড্রয়ের ভেন্যু নিয়ে শুরুতে কানাডা বা মেক্সিকোর কোনো শহরকে নির্বাচন করা হতে পারে বলে ভাবা হয়েছিল। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অংশগ্রহণকারী ভেন্যুগুলির পরিকাঠামো ও আন্তর্জাতিক সম্প্রচারের দিক বিবেচনায় লাস ভেগাসকেই ড্রয়ের জন্য বেছে নেওয়া হয়েছে। মূলত, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলি এবার গ্রুপপর্ব বা গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে ব্যবহৃত হলেও, ড্র অনুষ্ঠানের কেন্দ্রস্থল হিসাবে এগুলিকে বিবেচনায় আনা হয়নি।
মেক্সিকোর পাচুকা ক্লাবের এক নির্বাহী কর্মকর্তা পেদ্রো সেদিলো ইএসপিএন-কে বলেন, “আমার যতদূর জানা, ড্র ৫ ডিসেম্বরেই হবে অথবা ডিসেম্বরের শুরুতেই। এটি লাস ভেগাসে অনুষ্ঠিত হবে এবং সেখানেই আমাদের উপস্থিত থাকতে হবে যাতে পাচুকা শহর ও হিদালগো রাজ্যের ভেন্যুগুলিকে উপস্থাপন করা যায়।” তার বক্তব্য থেকেই স্পষ্ট, ড্র অনুষ্ঠান হবে অত্যন্ত কৌশলগত ও প্রদর্শনধর্মী, যেখানে অংশগ্রহণকারী শহরগুলোও নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরবে।
প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের জন্য ড্র যে আরও জটিল ও বড় পরিসরের হবে, তা বলাই বাহুল্য। এখন দেখার অপেক্ষা, ফিফা কবে আনুষ্ঠানিকভাবে ড্রয়ের দিনক্ষণ এবং ভেন্যু ঘোষণা করে।
আরও পড়ুন :
ভয়ংকর বোমা ‘গাজাপ’ তৈরি করল তুরস্ক, বিস্ফোরণে কাঁপবে শত্রুর ঘাঁটি
বনগাঁ-ক্যানিং-ডায়মন্ড হারবার লাইনের যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদহে বাড়ছে ট্রেন সংখ্যা