ShreyasIyer OneDayCaptaincy
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক: টেস্টের পর এবার টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি ডানহাতি এই ব্যাটারের। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও ভারতের ভবিষ্যৎ ওয়ানডে অধিনায়ক (ShreyasIyer OneDayCaptaincy) হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছেন শ্রেয়াস।
বর্তমানে টি-টোয়েন্টি দলের দায়িত্বে আছেন সূর্যকুমার যাদব। সদ্য ঘোষিত এশিয়া কাপের দলে তাকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। অন্যদিকে লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে সফল নেতৃত্ব দেওয়ায় তার নেতৃত্ব গুণে ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে সূর্যকুমারের ডেপুটি হিসেবেও দেখা যাবে গিলকে।
এশিয়া কাপ থেকে শ্রেয়স আইয়ার বাদ – সমালোচকদের মতে, বোর্ডের ব্যাখ্যা যথেষ্ট নয়
অনিশ্চয়তার মুখে এশিয়া কাপ – ভারত-পাক উত্তেজনায় টুর্নামেন্ট বিপাকে
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন এখন—রোহিত শর্মার পর কে হবেন ওয়ানডে দলের অধিনায়ক? রোহিত ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে, অবসরের ঘোষণা কেবল সময়ের অপেক্ষা। নির্বাচকদের মতে, ওয়ানডে ক্রিকেটে ভবিষ্যৎ নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন শ্রেয়াস আইয়ার। এমনকি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
গুঞ্জন জোরালো যে, এশিয়া কাপ শেষে ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। পাশাপাশি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তাদের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দেওয়া হবে। তবে বোর্ডের ভেতরে আলোচনা চলছে—রোহিতকে আর ওয়ানডে অধিনায়ক হিসেবে রাখতে চাইছে না নির্বাচকেরা।
আইপিএলে ইতিমধ্যেই নেতৃত্বগুণ প্রমাণ করেছেন শ্রেয়াস আইয়ার। দিল্লি ক্যাপিটালস ও পরবর্তীতে পাঞ্জাব কিংসের হয়ে নেতৃত্ব দিয়ে তিনি প্রশংসা কুড়িয়েছেন। এমনকি গত আসরে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও শিরোপা জিততে পারেননি। এই অভিজ্ঞতাই নির্বাচকদের বিশ্বাস করাচ্ছে যে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে শ্রেয়াস হতে পারেন সঠিক পছন্দ।
ভারতীয় ক্রিকেটে তরুণদের উপর ভরসা রাখতে চাইছে বোর্ড। টেস্টে শুভমান গিল, টি-টোয়েন্টিতে সূর্যকুমার—এই ধারার পরবর্তী কিস্তি হতে পারেন ওয়ানডেতে শ্রেয়াস আইয়ার। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্পষ্ট বার্তা যাচ্ছে যে ভারতীয় ক্রিকেট এখন রূপান্তরের পথে।
আরও পড়ুন :
অভিনয় থেকে রাজনীতির পথে দেবলীনা? জল্পনায় সরগরম টলিপাড়া