ইজরায়েল-গাজা যুদ্ধ : গাজা শহরে বড়সড় অভিযানের আগে ৫০ হাজার রিজার্ভ সৈন্যকে ডাকতে পারে ইজরায়েল

গাজা সিটিতে নতুন সামরিক অভিযান চালাতে ৫০-৬০ হাজার রিজার্ভিস্ট ডাকছে ইজরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী “Gideon’s Chariots B” পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন। ইতিমধ্যেই ২২ মাসের যুদ্ধে ৬২,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের আশঙ্কা।