GPSBasedToll
নতুন দিল্লি: দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় এক বড় রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামী ১লা মে থেকে জাতীয় সড়কে শুরু হচ্ছে জিপিএস ভিত্তিক টোল সংগ্রহ ব্যবস্থা (GPSBasedToll), যার মাধ্যমে টোল চার্জ করা হবে গাড়ির ভ্রমণের দূরত্বের উপর ভিত্তি করে। ফাস্ট্যাগের যুগ পেরিয়ে এবার চালু হতে চলেছে স্যাটেলাইট নির্ভর জিএনএসএস (GNSS – Global Navigation Satellite System) প্রযুক্তি।
এই ব্যবস্থা (GPSBasedToll) চালুর মাধ্যমে রাস্তায় যানজট কমবে, টোল প্লাজায় থামতে হবে না, এবং ব্যবহারকারী টোলের নির্ভুল হিসাব পাবেন। প্রকৃতপক্ষে, সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী অনেক আগেই জানিয়েছিলেন, ফাস্ট্যাগের সীমাবদ্ধতা দূর করতে নতুন প্রযুক্তি আনা হচ্ছে।
জিএনএসএস ভিত্তিক এই ব্যবস্থা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকবে। প্রতিটি গাড়ির উইন্ডশিল্ডে লাগানো থাকবে একটি RFID ট্যাগ এবং অন-বোর্ড ইউনিট (OBU)। এই ইউনিট গাড়ির অবস্থান, গতি ও যাতায়াত করা দূরত্ব নির্ধারণ করবে স্যাটেলাইটের মাধ্যমে।
যখন কোনও গাড়ি জাতীয় সড়কে প্রবেশ করবে, তখন তার যাত্রা শুরু হওয়ার তথ্য সিস্টেমে রেকর্ড হবে। এরপর যতটা পথ গাড়ি চলবে, সেই অনুযায়ী টোল চার্জ নির্ধারিত হবে। এই টোল স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে একটি লিঙ্ককৃত ডিজিটাল ওয়ালেট থেকে। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী প্রিপেইড বা পোস্টপেইড উভয় বিলিং পদ্ধতিই থাকবে।
২০২৬ ফিফা বিশ্বকাপ: মার্কিন অর্থনীতিতে প্রায় ৪১ বিলিয়ন ডলার যোগ হবে
জেএনইউ-তে যৌন হেনস্থার অভিযোগে অধ্যাপক বরখাস্ত, আরও তিন অধ্যাপকের বিরুদ্ধেও ব্যবস্থা
ফাস্ট্যাগ ব্যবস্থার মাধ্যমে টোল লেনদেনের গতি কিছুটা বাড়লেও, অনেক সময় টেকনিক্যাল ত্রুটি, লাইন তৈরি এবং অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। বিশেষত টোল প্লাজায় গাড়ি থামাতে গিয়ে সময় ও জ্বালানির অপচয় হত।
GNSS ব্যবস্থার ফলে সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। কারণ গাড়িকে আর কোথাও থামতে হবে না। পুরো টোল ব্যবস্থা হবে বিল্ট-ইন অটোমেটেড এবং রিয়েল-টাইম ট্র্যাকিং-এর ওপর নির্ভরশীল। এটি পরিবেশবান্ধবও, কারণ স্টপ-স্টার্ট ট্রাফিক কমে গিয়ে জ্বালানির সাশ্রয় হবে।
প্রাথমিকভাবে GNSS পদ্ধতি চালু হচ্ছে ভারতের নির্বাচিত কিছু জাতীয় সড়কে। পরবর্তীতে এটি সারা দেশে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। নতুন গাড়িতে OBU ফ্যাক্টরি ফিটেড থাকতে পারে। পুরনো গাড়ির মালিকদের সেই ইউনিট আলাদাভাবে ইনস্টল করাতে হবে। সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট গাইডলাইন ও সহায়তাও দেওয়া হবে।
#GPSBasedToll #GNSSIndia #NewTollSystem #RoadTransportReform #SmartHighways #NHAIUpdate #DigitalIndia #TechDrivenToll #FastagAlternative #NitinGadkari
আরও পড়ুন :
গ্রীষ্মকালীন দলবদল: ক্লাব ছাড়ছেন ভিনি, হালান্ডে চোখ রিয়ালের!
‘অতি উত্তম’ এর হাত ধরে সৃজিত মুখোপাধ্যায় পেল লিমকা বুক অফ ইন্ডিয়ান রেকর্ডসে এন্ট্রি