HandshakeDrama GautamGambhir
ক্লাউড টিভি স্পোর্টস ডেস্ক | লন্ডন, ২৮ জুলাই ২০২৫: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর তাঁর সর্বশেষ সাংবাদিক সম্মেলনে কড়া সুরে বক্তব্য (HandshakeDrama GautamGambhir) রাখলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের জয়, রিষভ পন্থের সাহসী ইনিংস, বুমরাহর ফিটনেস ও বেন স্টোকসের বিতর্কিত ‘হ্যান্ডশেক অফার’ নিয়ে তিনি যা বললেন, তাতে আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোড়ন উঠেছে।
চতুর্থ টেস্টের পঞ্চম দিনে যখন ভারতের রানার্স আপ—রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর—প্রায় সেঞ্চুরির দোরগোড়ায়, তখন বেন স্টোকস ভারতকে ম্যাচ ড্র করার অফার দেন। ভারতের হাতে ছিল ১৫ ওভারের মতো সময়, স্কোরবোর্ডে রানও ছিল যথেষ্ট। কিন্তু গম্ভীর সেই অফারকে ‘ভদ্রতা নয়, চাপের মুখে আত্মসমর্পণের চেষ্টা’ বলে ব্যাখ্যা করেছেন।
গম্ভীরকে চিন্তায় ভারতীয় ক্রিকেট বোর্ড , ১০ টেস্ট ম্যাচে হার ৬টিতে
তিনি বলেন—
“যদি কোনও ইংল্যান্ড ব্যাটার ৮৫ বা ৯০-তে থাকত, তখন কি ওরা ড্র অফার মানত? ওরা নিজেদের ক্লান্তি ঢাকতে এমন করছিল। কিন্তু আমাদের ছেলেরা জেতার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল, ওরা প্রাপ্য শতরান পেয়েছে।”
তিনি আরও বলেন, “ক্রিকেটে সম্মান তখনই হয় যখন আপনি প্রতিদ্বন্দ্বিতা বজায় রাখেন, না যে সুযোগ পেলেই সরে আসেন।”
রিষভ পন্থের ‘ভাঙা পায়ে ব্যাটিং’: সাহসিকতার প্রতীক
সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে ছিলেন রিষভ পন্থ। জানা যায়, তাঁর পায়ের হাড়ে চিড় ধরা সত্ত্বেও তিনি ব্যাট করতে নামেন। তীব্র যন্ত্রণার মধ্যেও তিনি ৬৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
গম্ভীর বলেন—
“রিষভ পন্থের ইনিংস ভবিষ্যতের প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। সবাই বলে, সে ভাঙা পায়ে ব্যাট করেছিল। ও নিজের ইচ্ছেতেই নেমেছিল, ও জানত দেশের প্রয়োজন। অনেকেই হয়তো পিছিয়ে যেত। কিন্তু পন্থ এগিয়ে এসেছে, এটাই তার চরিত্র।”
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পঞ্চম টেস্টে পন্থ আর খেলবেন না।
বুমরাহ: খেলবেন কি খেলবেন না?
ভারতের পেস অস্ত্র জসপ্রিত বুমরাহ নিয়ে জল্পনা থাকলেও গম্ভীর জানিয়ে দেন, তাঁর খেলা এখনো বাতিল হয়নি। সিরিজে তিন টেস্ট খেলার পর কিছুটা বিশ্রামের দরকার হলেও, বুমরাহ ফিট থাকলে ওভাল টেস্টে খেলবেন।
“সে এখনো আমাদের স্কোয়াডে আছে। ও নিজের ফিটনেস বুঝে সিদ্ধান্ত নেবে। ভারতীয় টিমের হয়ে খেলতে চাইলে শরীরের চেয়ে মন বড় ভূমিকা নেয়।”
গম্ভীর তাঁর জমানায় সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিনি বলেন—
“এই দলটা আত্মবিশ্বাসী, সাহসী। অনেকেই বলেছিল ভারত হারবে। আমরা সেটাই প্রমাণ করলাম, যে কেউ আগ্রাসী মনোভাব ও একতা নিয়ে খেললে কী হয়।”
তিনি জাডেজা, সুন্দর, গিল এবং দলের তরুণ ক্রিকেটারদের বারবার প্রশংসা করেন এবং বলেন, “এই দলের মধ্যে একটা নতুন আগুন আছে”।
আরও পড়ুন :
বিদেশের মাটিতে ইতিহাস গড়লেন অধিনায়ক শুভমান গিল: এক টেস্ট সিরিজে ৭০০ রানের ঐতিহাসিক কীর্তি
গোকুলাম কেরালার হর্ষিকা জৈনের ইউরোপ অভিযান, খেলবেন রোমানিয়ার প্রথম ডিভিশনে