HaridwarTragedy MansaDeviTemple
ক্লাউড টিভি ডেস্ক | ২৭ জুলাই ২০২৫ : আজ রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ডের হরিদ্বার জেলা। স্থানীয় মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে পদদলিত হয়ে মারা গেলেন ছয়জন পুণ্যার্থী, আহত হয়েছেন বহু মানুষ। পাহাড়ের কোলে অবস্থিত এই জনপ্রিয় মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল বিপুল। সেই ভিড়েই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা (HaridwarTragedy MansaDeviTemple)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর থেকেই হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজোর জন্য পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করে। মন্দিরে পৌঁছাতে হয় সিঁড়ি বেয়ে, আর সেই সিঁড়িতেই ঘটে বিপর্যয়।
ভিড়ের মধ্যে হঠাৎ করেই শুরু হয় ধাক্কাধাক্কি। কেউ একজন পা পিছলে পড়ে গেলে একের পর এক পুণ্যার্থী পড়ে যান, মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় বিশৃঙ্খলা। পদদলনের পরিস্থিতিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ছয়জনের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমোরটুলি ঘাটের রূপান্তরের দায়িত্ব নিল আদানি গোষ্ঠী, নতুন সাজে ফিরবে ঐতিহ্যের ঠিকানা
ঘটনার খবর পেয়ে গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানিয়েছেন,
“উদ্ধারকাজ শুরু হয়েছে। সব বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য। আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে।”
স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) যৌথভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছে। পাশাপাশি, মন্দির চত্বরে সাময়িকভাবে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি টুইট করে জানান—
“হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদদলনের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই দুর্ঘটনার পিছনে নিরাপত্তার গাফিলতি ছিল কি না, তা জানতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের দাবি, এই সময় ভিড় সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক বা নিরাপত্তার লোক মোতায়েন ছিল না।
আরও পড়ুন :
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনব উদ্যোগ: পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে ১০০ সিনেমা হল
শরমন যোশীর টলিউড অভিষেক, প্রেম-বন্ধুত্ব-সংসারের নতুন গল্পে চমক