hMPV in Bengaluru
ক্লাউড টিভি ডেক্স :বেঙ্গালুরুতে ৮ মাসের শিশুর শরীরে মিলল এইচএমপি ভাইরাস! বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে (hMPV in Bengaluru)চিকিৎসাধীন এক শিশুর নমুনা পরীক্ষায় এ ভাইরাসের সংক্রমণ মেলে।
কর্নাটকের স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নমুনাটি কোনও সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, এক বেসরকারি হাসপাতাল থেকে এ কথা জানা গেছে। বেসরকারি হাসপাতালে হওয়া পরীক্ষাকে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই। কর্নাটকের প্রশাসন এই সংক্রমণের বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও জানিয়েছে।
তবে চীনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে, এটিও সেই একই প্রজাতির কি না, তা এখনও স্পষ্ট নয়। স্বাস্থ্য অধিদফতরের এক সূত্র ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছে, চীনে এই ভাইরাসের কোন প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে, সে বিষয়ে এখনও তথ্য পাওয়া যায়নি। ফলে এই ভাইরাসটি প্রজাতির বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না।
তবে চীনের এই এইচএমপি ভাইরাসের সংক্রমণ ঘিরে উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোতে। যদিও চীন জানিয়েছে, এটি একটি মরসুমি সংক্রমণ। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চীন। চীনের পরিস্থিতির উপর নজর রাখছে ভারতও। আর দেশবাসীকে এনিয়ে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় (hMPV in Bengaluru)। একই সঙ্গে এই ভাইরাসের বিষয়ে তথ্য দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-কেও অনুরোধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে এ নিয়ে কেরলা সরকার ইতিমধ্যে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে বয়স্ক এবং অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনও জনবহুল স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।(hMPV in Bengaluru)
এসে গেল দলবদল, মেসি–রোনালদো–নেইমাররা এবার যাচ্ছেন কোন ঠিকানায়
১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো বোলার ক্রিকেট দৃশ্য দেখেনি অনেকদিন