ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন পরীক্ষায় সফল, আগস্টেই রেলে নামছে পরিবেশবান্ধব ট্রেন!

ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোচ সফলভাবে পরীক্ষিত। তৈরি হয়েছে চেন্নাইয়ের ICF কারখানায়।১২০০ হর্সপাওয়ার ক্ষমতা, সর্বোচ্চ গতি ১১০ কিমি/ঘণ্টা। আগস্টের শেষে হরিয়ানার জিন্দ-সোনিপথ রুটে যাত্রা শুরু।ডিজেল ছাড়াই ট্রেন চলবে, কার্বন নিঃসরণ শূন্য।