US Tax Tariff
ক্লাউড টিভি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর ১০ শতাংশ ন্যূনতম শুল্ক (US Tax Tariff) আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নির্দিষ্ট কিছু দেশের ওপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন। এর প্রভাবে এরইমধ্যে দেশে দেশে শেয়ারবাজারে ধস নেমেছে, অস্থিরতা দেখা দিয়েছে স্বর্ণের বাজারে। ট্রাম্পের এই রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক (US Tax Tariff) আরোপের ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। শুল্কারোপের এই প্রভাব পড়বে এশিয়াতেও, এতে শঙ্কায় রফতানিকারক ও শিল্প উদ্যোক্তারা।
এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্কারোপ করেছেন তিনি।
এশিয়ার কোন দেশের ওপর কত শুল্ক (US Tax Tariff) আরোপ করলেন ট্রাম্প?
চীন – ৩৪ শতাংশ
ভিয়েতনাম – ৪৬ শতাংশ
তাইওয়ান – ৩২ শতাংশ
জাপান – ২৪ শতাংশ
ভারত – ২৬ শতাংশ
দক্ষিণ কোরিয়া – ২৫ শতাংশ
থাইল্যান্ড – ৩৬ শতাংশ
মালয়েশিয়া – ২৪ শতাংশ
কম্বোডিয়া – ৪৯ শতাংশ
বাংলাদেশ – ৩৭ শতাংশ
সিঙ্গাপুর – ১০ শতাংশ
ফিলিপাইন – ১৭ শতাংশ
পাকিস্তান – ২৯ শতাংশ
শ্রীলঙ্কা – ৪৪ শতাংশ
মায়ানমার – ৪৪ শতাংশ
লাওস – ৪৮ শতাংশ।
আরও পড়ুন :
রামনবমী কি এবং এর পেছনের ইতিহাস
বলিউডের ‘দেশপ্রেমী’ অভিনেতা মনোজ কুমার স্মরণে
Facebook : https://www.facebook.com/cloud.tv24x7
x (twitter) : https://x.com/cloudTV_NEWS