Trump US Travel Ban
ক্লাউড টিভি ডেস্ক, ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের কড়া পদক্ষেপে শিরোনামে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে ১২টি দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ, এবং ৭টি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা (Trump US Travel Ban) জারি করেছেন তিনি। এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী সোমবার থেকে।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, এ নিষেধাজ্ঞা অভিবাসী ও অ-অভিবাসী দুই ধরণের ভিসাধারীদের ক্ষেত্রেই প্রযোজ্য, যদিও কিছু ব্যতিক্রম থাকছে।
আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন
এই ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণরূপে সীমিত বা নিষিদ্ধ করা হয়েছে।
রুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা
এই দেশগুলোর ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ভিসা ক্যাটাগরিতে সীমাবদ্ধতা থাকবে।
যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা
বিদ্যমান বৈধ ভিসাধারী
নির্দিষ্ট ভিসা বিভাগে আবেদনকারী
মার্কিন স্বার্থে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত ব্যক্তি
তবে এসব ব্যতিক্রম কেবল নির্ধারিত যাচাই ও অনুমোদনের ভিত্তিতে প্রযোজ্য হবে।
এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন,
“আমার দায়িত্ব হল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি দাবি করেন, সম্প্রতি কলোরাডোর একটি ইহুদি র্যালিতে পেট্রল বোমা হামলায় অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
এই ঘটনার পরই তথ্য যাচাই ও বিদেশি নাগরিকদের কার্যকলাপ পর্যবেক্ষণে ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ট্রাম্প বলেন,
“অনেক দেশ ভিসার মেয়াদ শেষে তাদের নাগরিকদের ফেরত নিতে অনাগ্রহী, ফলে তারা যুক্তরাষ্ট্রে থেকে যায়। এতে আমাদের অভিবাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর ওপর চাপ বাড়ছে।”
এই ধরণের নিষেধাজ্ঞা ট্রাম্পের জন্য নতুন নয়।
তার প্রথম মেয়াদেও সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়।
জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে ২০২১ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেন। এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প নতুনভাবে ব্যাপক নিষেধাজ্ঞা ফিরিয়ে আনলেন।
আরও পড়ুন :
সেলেকাওয়ের দায়িত্বে আনচেলত্তির ৫ বড় চ্যালেঞ্জ – বিশ্বকাপের স্বপ্নপথ কেমন হবে ব্রাজিলের?
চোখ ধাঁধানো বেতনে সৌদি ক্লাবে সিমোন ইনঘাজি – ইউরোপ ছাড়লেন ইন্টার মিলান কোচ