BSFJawaan in Pakistan
ফিরোজপুর, ২৪ এপ্রিল: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার নতুন পর্ব। বুধবার দুপুরে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) এক জওয়ান (BSFJawaan in Pakistan) ভুলবশত সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেন পাকিস্তানি ভূখণ্ডে। পাকিস্তান রেঞ্জাররা সঙ্গে সঙ্গে তাকে আটক করে। বর্তমানে এই ঘটনার শান্তিপূর্ণ সমাধান এবং জওয়ানের মুক্তির লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনী ও পাকিস্তান রেঞ্জারদের মধ্যে পতাকা বৈঠক চলছে।
ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে, যেখানে সীমান্ত লাগোয়া কৃষিজমিতে রুটিন টহল ডিউটিতে ছিলেন ওই বিএসএফ জওয়ান (BSFJawaan in Pakistan)। একাধিক সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত সীমান্তের বেড়া পেরিয়ে তিনি পাকিস্তানের ভেতরে চলে যান। বিএসএফ পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অনিচ্ছাকৃত ও দুঃখজনক ঘটনা এবং দ্রুত তাকে ফিরিয়ে আনার জন্য সবরকম কূটনৈতিক ও সামরিক প্রচেষ্টা চালানো হচ্ছে।
SHAMEFUL! BSF jawan DETAINED by Pakistani Rangers after accidentally crossing the border in Firozpur.
— Flag meeting called for SAFE return.
— Looks like Pakistan wants a BELT-treatment! pic.twitter.com/MNMyiDpQzN— Megh Updates ™ (@MeghUpdates) April 24, 2025
ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে যে, পতাকা বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে এবং পাকিস্তান রেঞ্জারদের সঙ্গে কথাবার্তা চলছে। ওই জওয়ান (BSFJawaan in Pakistan) যাতে নিরাপদে ও দ্রুত দেশে ফিরতে পারেন, সেজন্য প্রত্যেক স্তরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত তার ফেরত আসার বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে পরিস্থিতি শান্ত এবং আলোচনা গঠনমূলক পথে এগোচ্ছে।
Unknown Gunmen: পাকিস্তানে একাধিক সন্ত্রাসবাদী মৃত্যুতে দায়ী কারা?
বিশেষজ্ঞদের মতে, ভারত-পাকিস্তান সীমান্তে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যৌথ আলোচনা ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের সমাধান করা সম্ভব হয়েছে। তাই আশা করা যায়, এবারও একইভাবে জওয়ানকে নিরাপদে ফিরিয়ে আনা যাবে।
Gurdaspur, Punjab IB
BSF jawan arrested by Pakistani rangers
The jawan was monitoring the farmers harvesting crops in the no man’s land on the other side of the barbed wire. The BSF jawan had mistakenly crossed the border. pic.twitter.com/Fd7r8HCPuA
— War & Gore (@Goreunit) April 24, 2025
পাকিস্তান পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী বলা যায়, এই ধরনের পতাকা বৈঠক সাধারণত শান্তিপূর্ণভাবেই সমাধানে পৌঁছায়। দেশের প্রতিরক্ষা দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সম্পূর্ণ অবগত এবং প্রয়োজনীয় সমন্বয় করছে।
ঘটনার ওপর কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। বিএসএফ সূত্রে খবর, ওই জওয়ানের (BSFJawaan in Pakistan) পরিবারকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে এবং তাঁদের পাশে সবরকমভাবে থাকা হচ্ছে।
#BSFJawaan #IndoPakBorder #FlagMeeting #FerozepurIncident #BreakingNews #CloudTVNews
আরও পড়ুন :
ফাওয়াদ খানের প্রত্যাবর্তনে বিতর্কের ঝড়, ‘আবির গুলাল’ মুক্তি কি আটকে যাবে?
কাকা-ভাইঝির রোমান্স দেখলে সমাজে ভুল বার্তা যাবার অজুহাতে করিশ্মা বাদ পড়েন ‘হেন্না’ ছবি থেকে