Breaking News

IndiaChina DirectFlights

ভারত–চীন সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পরিকল্পনা

কোভিড ও গালওয়ান সংঘর্ষের পর বন্ধ থাকা ভারত–চীন সরাসরি বিমান পরিষেবা আগামী মাস থেকেই চালু হতে পারে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, যা দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

IndiaChina DirectFlights to Resume Soon %%page%% %%sep%% %%sitename%%

IndiaChina DirectFlights

ক্লাউড টিভি ডেস্ক : ভারত ও চীনের মধ্যে আগামী মাস থেকেই সরাসরি বিমান পরিষেবা (IndiaChina DirectFlights) পুনঃচালুর প্রস্তুতি চলছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রভাবশালী সূত্র জানিয়েছে, ভারতের সিভিল এভিয়েশন বিভাগ ইতোমধ্যে এয়ার ইন্ডিয়াইন্ডিগো-কে শর্ট-নোটিসে সরাসরি রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত থাকতে বলেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ শুধু পরিবহন সংযোগের পুনঃস্থাপন নয়, বরং দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের এক ধরনের “মানসিক বরফ গলা”। ধারণা করা হচ্ছে, সাংহাই  কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সামিটের সময় বা তার কাছাকাছি এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২০২০ সালের মে মাসে কোভিডের কারণে কৈলাস–মানস সরোবর যাত্রা ও সরাসরি বিমান পরিষেবা বন্ধ হয়। মাত্র এক মাস পরে, জুনে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষ ঘটে, যা সম্পর্ককে চরম উত্তেজনার দিকে ঠেলে দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধই রয়ে গেছে।

চীনের অটোমোবাইল কার্গো কি হুথিদের সঙ্গে গোপন চুক্তিতে রেড সি পার করছে?

‘‘মাস্তানকে এক ইঞ্চি জায়গা দিলে সে মাইল দখল করে নেয়।’’: ট্রাম্পকে কটাক্ষ করে ভারতের পাশে চীন

এ বছরের জানুয়ারিতে দু’দেশ পুনরায় ফ্লাইট চালু করতে সম্মত হয়। জুন মাসের বৈঠকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এখন, উভয় পক্ষের রাজনৈতিক সদিচ্ছা ও বাণিজ্যিক প্রয়োজনীয়তার ফলে এই পুনঃসংযোগ বাস্তবায়নের পথে।

সরাসরি ফ্লাইট চালু হলে ব্যবসা, পর্যটন, শিক্ষাক্ষেত্র ও সাংস্কৃতিক বিনিময়—সবক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সামরিক ও সীমান্ত বিষয়ক উত্তেজনা পুরোপুরি কাটেনি, তাই এই সংযোগ এখনো পরীক্ষামূলক ধাপে থাকতে পারে।

আরও পড়ুন :

মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বেলুচ লিবারেশন আর্মি–কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল: পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক জয়

চিনের শিনজিয়াং-তিব্বত রেললাইন: ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ad

আরও পড়ুন: