Breaking News

Indian Railways Platform Fine

রেলওয়ে প্লাটফর্মে এই কাজ করলে এবার থেকে হবে মোটা টাকা জরিমানা

রেল স্টেশন-প্ল্যাটফর্মে দাঁত ব্রাশ বা বাসন ধোয়ার অভ্যাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ: রেলওয়ে এবার জরিমানা ধার্য করল—₹৫০০ পর্যন্ত হতে পারে।

প্ল্যাটফর্মে দাঁত ব্রাশ বা বাসন ধোয়া বন্ধ! রেল স্টেশনে ₹৫০০ জরিমানা চালু

Indian Railways Platform Fine

ক্লাউড টিভি ডেস্ক: রেলপ্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করা অথবা লোহার বেসিনে বাসন ধোয়া—শুধু অভ্যাস নয়, এখন থেকে হতে পারে জরিমানার বিষয়। ভারতীয় রেলওয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী স্টেশনের প্ল্যাটফর্ম বা সাধারণ প্রবেশস্থলে নির্ধারিত এলাকা ছাড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাক্তিগত সাফ-সাফাই কার্যক্রম যেমন দাঁত ব্রাশ, বাসন ধোয়া, কাপড় ধোয়া করা যাবে না। কারণ এটি “পরিষ্কার-স্বচ্ছতা ও জনস্বাস্থ্য” রক্ষার দৃষ্টিতে খারাপ প্রভাব ফেলে।

রেলওয়ের মতে, এই ধরনের কার্যক্রম রেল স্টেশনদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, সাধারণ যাত্রীদের জন্য অস্বস্তি তৈরি করে এবং পরিষ্কার-রক্ষণ-নির্ধারিত ব্যবস্থাকে বিঘ্নিত করে। এই কারণেই গত কয়েক মাস ধরে বিভিন্ন অঞ্চলে দেখা গেছে—রেলওয়ের উদ্ধার ও বাণিজ্যিক বিভাগ নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছে, প্রয়োজনে জরিমানা আদায়কেও নির্দেশ দেওয়া হয়েছে।

আইন অনুযায়ী, Railways Act, 1989-এর অধিনে নেয়া হয়েছে একটি সংশোধন যা বলছে—রেল স্টেশন বা রেল প্রাঙ্গণ-এর নির্ধারিত এলাকা ছাড়া অতিরিক্ত সামাজিক বা ব্যক্তিগত কার্যকলাপ যেমন দাঁত ব্রাশ করা, থুঙ্কে ফেলা, কাপড় বা বাসন ধোয়া ইত্যাদি অপরাধের পর্যায় হতে পারে। জরিমানা সর্বোচ্চ ₹৫০০ পর্যন্ত হতে পারে।

রেলে বিমানবন্দরের ধাঁচে লাগেজ চেকিং, ৩৫ কেজির বেশি লাগেজে গুনতে হবে বাড়তি ভাড়া

চেনাব রেলব্রিজ : উন্নয়নের স্থাপত্য না কি ভোটের কৌশল? চেনাব ব্রিজ ঘিরে প্রশ্নের মুখে কেন্দ্র সরকার

এছাড়া সরকারিভাবে বলা হয়েছে, “Prohibition of Activities Affecting Cleanliness in Railway Premises” শিরোনামে এক গেজেট বিজ্ঞপ্তিতে এই বিধিমালা দেওয়া আছে।

নির্ধারিত এলাকা বলতে স্টেশনের টয়লেট, নির্ধারিত ওয়াশ বেসিন বা সাফ-সাফাই করার নির্ধারিত জায়গাগুলোকে বোঝায়। ওই এলাকা ছাড়া যেখানে যাত্রী দাঁত ব্রাশ করছেন বা বাসন ধোয়ার চেষ্টা করছেন—সেখানে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সেটি অপরিষ্কার ব্যবহার এবং জনস্বাস্থ্যে ঝুঁকি।

উত্তরপ্রদেশের এক স্টেশনে গত সপ্তাহে এমন একটি অভিযান চালায় রেলওয়ের বাণিজ্যিক বিভাগ। দেখা যায় প্ল্যাটফর্মের ওয়াটার ট্যাপের কাছে কয়েকজন যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছেন। এরপর অবস্থান নিরীক্ষণের পর জরিমানা ধার্য করা হয়।

উপরন্তু, স্টেশনের পাইপলাইন বা লোহার বেসিনে বাসন ধুতে দেখা গেছে। রেল সূত্র বলছে—“ব্যক্তিগত সাফ-সাফাই করার এই রেওয়াজ প্ল্যাটফর্মে জনসমাগমকে বাধাগ্রস্ত করছে; সঙ্গে রয়েছে স্লিপ বা দুর্ঘটনার সম্ভাবনা”।

এই কারণেই রেলওয়ে ঘোষণা করেছে—পরিষ্কার-রক্ষণ মিশনে এই ধরনের আচরণ বরদাস্ত করা হবে না। পরীক্ষা চলছে এবং জরিমানা-সিস্টেম দ্রুত কার্যকর হচ্ছে।

এই নিয়ম সাধারণ যাত্রীদের জন্য একদিক থেকে সুবিধাজনক—স্টেশন পরিষ্কার এবং শোভন হবে। তাছাড়া অন্য যাত্রীদের জন্য অপ্রত্যাশিত পরিস্থিতি কম হবে। তবে অন্যদিকে, দীর্ঘ যাত্রার সময় সকালে উঠে দাঁত ব্রাশ বা সহজ ধোয়াধুয়া করা অনেকের জন্য অভ্যাস। এই নিয়মজনিত বিপত্তি তাদের জন্য নতুন ভাবনায় ফেলতে পারে।

“ভোরবেলা ট্রেনে উঠে হঠাৎ প্ল্যাটফর্ম-ট্যাপে দাঁত ব্রাশ করব”– এমন অভ্যেস অনেকের। এবার তারা ভাবছেন, কোথায় যেতে হবে, টয়লেট বা নির্ধারিত ওয়াশিং জোন জানতে হবে। এছাড়া লম্বা স্টেশনে পৌঁছে বাসন ধোয়ার প্রয়োজনও হতেই পারে—তার জন্য এখন আগে পরিকল্পনা করতে হবে।

সংক্ষেপে বলতে গেলে—রেল স্টেশনে এক সাধারণ অভ্যাস যা আগে হয়তো কেউ প্রশ্ন করতেন না—তা এখন থেকে হতে পারে জরিমানা-মূলক বিষয়। দাঁত ব্রাশ, বাসন ধোয়া, কাপড় ধোয়ার মতো কাজ শুধু নির্ধারিত এলাকা বা স্টেশনের ওয়াশ রুমেই করতে পারবেন। অন্য কোথাও করলে ₹৫০০ পর্যন্ত জরিমানা হতে পারে। ফলে যাত্রাপথের ছোট্ট অভ্যাসও এখন একটু সচেতন হতে হবে।

আরও পড়ুন :

BlackRock-এর সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের প্রতারণা! অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত Bankim Brahmbhatt

রোহন বোপন্নার অবসর — ভারতীয় টেনিসের এক যুগের সমাপ্তি

ad

আরও পড়ুন: