Breaking News

IndianRailways YouTuberBan

Pakistan Spy ব্লগার জ্যোতি মালহোত্রার দৃষ্টান্তে, ইউটিউবার ও ব্লগারদের ভিডিও নিষেধাজ্ঞা: সতর্ক করল পূর্ব রেল

ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির পরই কড়া নির্দেশিকা

IndianRailways YouTuberBan: What You Need to Know %%page%% %%sep%% %%sitename%%

IndianRailways YouTuberBan

২৮ মে ২০২৫ (ক্লাউড টিভি) : সম্প্রতি এক ইউটিউবারের গ্রেফতারির ঘটনার জেরে ব্লগার এবং ইউটিউবারদের উদ্দেশে কড়া বার্তা দিল পূর্ব রেল (IndianRailways YouTuberBan)। স্টেশন চত্বরের নিরাপত্তার স্বার্থে রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে— অনুমতি ছাড়া স্টেশন এবং রেল পরিবহনের ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকী, ব্লগ বা ভিডিওর জন্য কোনও রকম পেশাদার ক্যামেরা কিংবা ড্রোন ব্যবহারেরও অনুমতি নেই।

এই সিদ্ধান্ত এসেছে ইউটিউবার জ্যোতি মালহোত্রার ঘটনা কেন্দ্র করে। তিনি হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বিস্তারিত ভিডিও ও ছবি তুলে ইউটিউবে আপলোড করেন। এরপর তাঁর বিরুদ্ধে রেল আইন লঙ্ঘনের অভিযোগ এনে পূর্ব রেল তাকে গ্রেফতার করে। এই ঘটনার পরই পূর্ব রেল কড়া নির্দেশিকা জারি করে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কাজল মিত্র জানান, “রেল স্টেশন ও তার আশেপাশে ভিডিওগ্রাফি বা ছবি তোলার জন্য রেলের অনুমতি প্রয়োজন। এই ধরনের কাজ অনেক সময় নিরাপত্তার পরিপন্থী হতে পারে। প্ল্যাটফর্ম, ট্রেন, যাত্রী চলাচল কিংবা রেল ইঞ্জিন সংক্রান্ত বিস্তারিত ছবি বা ভিডিও প্রচারিত হলে তা জাতীয় নিরাপত্তা ও সাইবার ঝুঁকি তৈরি করতে পারে।”

অনুমতি ছাড়া হজ করলে কঠোর শাস্তি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা

Kolkata Metro Viral Video : পাবলিক প্লেসে এমন ঘনিষ্ঠতা কি ন্যায়সঙ্গত, নাকি দৃষ্টিদূষণ ? এই সব প্রশ্নে এখন দ্বিধা বিভক্ত সোশ্যাল মিডিয়া।

রেল সূত্রের মতে, বেশ কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিনা অনুমতিতে স্টেশনে প্রবেশ করে ট্রেন, প্ল্যাটফর্ম এবং গুরুত্বপূর্ণ স্থানের ভিডিও করে থাকেন। এই ভিডিওগুলি অনলাইনে প্রচার করা হলে তা অপব্যবহারের আশঙ্কা থেকে যায়।

রেল কর্মীদের পক্ষ থেকেও জানানো হয়েছে, কিছু ইউটিউবার “রিভিউ” বা “ভ্লগ” বানানোর নামে যাত্রীদের সমস্যায় ফেলে দিচ্ছেন। তাঁদের ক্যামেরা, লাইট এবং মাইক প্ল্যাটফর্মে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। পাশাপাশি, যাত্রীদের অনুমতি ছাড়াই তাদের ভিডিও নেওয়া হয়, যা নৈতিক ও আইনত ভুল।

রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যারা প্রকৃতপক্ষে রেলের তথ্য বা প্রকল্পের প্রচার করতে চান, তাদের রেল মন্ত্রণালয় বা জোনাল অফিসে লিখিতভাবে আবেদন করতে হবে। অনুমতি ছাড়া ভিডিওগ্রাফি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে ব্লগার ও ইউটিউবারদের একাংশ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মতে, রেলের সুন্দর পরিষেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিও বা ব্লগ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে তারা স্বীকার করেছেন, কিছু ইউটিউবার অনুমতি ছাড়াই কাজ করে ফেলে এবং তাতেই সমস্যার সৃষ্টি হয়।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান ডিজিটাল যুগে তথ্যের সুরক্ষা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্বাধীন সাংবাদিকতা ও তথ্য প্রচারের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। এই দুয়ের ভারসাম্য রক্ষা করেই কর্তৃপক্ষকে কাজ করতে হবে।

এই পরিস্থিতিতে রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা যেমন সচেতনতার দিক থেকে ইতিবাচক, তেমনি সোশ্যাল মিডিয়া কনটেন্ট নির্মাতাদের দায়িত্ববান আচরণও অত্যন্ত জরুরি।

আরও পড়ুন :

জাপানের অত্যাধুনিক বারুদ বিহীন রেলগান এক নিমিষে ধ্বংস করবে চিন, উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন

“শক্তিশালী অধিনায়ক হিসেবে আবির্ভূত হবেন শুভমন গিল” — বিশ্বাস কপিল দেবের

ad

আরও পড়ুন: