Iran Mossad SpyExecution
ক্লাউড টিভি ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ–এর সঙ্গে যোগাযোগ রেখে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড (Iran Mossad SpyExecution) কার্যকর করল ইরান। দেশটির বিচার বিভাগীয় সংবাদ সংস্থা মিজান নিশ্চিত করেছে, রবিবার সকালে মজিদ মোসায়েবি নামে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।
মিজানের প্রতিবেদনে বলা হয়েছে,
“ফৌজদারি কার্যবিধির সব ধাপ সম্পন্ন করে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনের পর মজিদ মোসায়েবির মৃত্যুদণ্ড আজ কার্যকর করা হয়েছে।”
মজিদ মোসায়েবির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের সংবেদনশীল ও কৌশলগত নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে পাঠানোর চেষ্টা করেছিলেন।
ইরানের প্রেসিডেন্টের ট্রাম্পকে কঠোর বার্তা: পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা হবে না
২০২৪ সালে বিশ্বে রেকর্ড সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে: অ্যামনেস্টি
বিচার বিভাগ দাবি করেছে,
তিনি বেশ কিছু সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানে অনুপ্রবেশ করে তথ্য হাতিয়ে নিয়েছিলেন।
এ ছাড়াও পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টাও করেছিলেন।
তার যোগাযোগের মাধ্যমে ইরানের কয়েকটি নিরাপত্তা স্থানে বিধ্বংসী হামলার ছক কষা হয়েছিল।
মজিদ মোসায়েবিকে কয়েক মাস আগে গোপনে আটক করে ইরানি গোয়েন্দা সংস্থা।
তার বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয় রাষ্ট্রদ্রোহিতা ও বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার জন্য।
সুপ্রিম কোর্ট এই রায়কে চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর আজ (রবিবার) ভোরে তাকে ফাঁসিতে ঝুলানো হয়।
ইরানের ফৌজদারি আইনে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিপন্ন করার মতো অপরাধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড।
ইরান ও ইসরায়েলের মধ্যে বহু দশকের অঘোষিত ছায়াযুদ্ধ চলছে।
বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ইসরায়েল নানা গোপন অভিযানে যুক্ত বলে অভিযোগ তেহরানের।
ইরান বহুবার অভিযোগ করেছে, মোসাদের এজেন্টরা ইরানে গুপ্তচরবৃত্তি, নাশকতা ও বিজ্ঞানীদের হত্যা করছে।
গত এক দশকে:
বহু ব্যক্তি, যারা মোসাদের হয়ে কাজ করছে বলে দাবি করা হয়,
তাদের আটক করে মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
এই মৃত্যুদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বড় প্রতিক্রিয়া আসেনি।
মানবাধিকার সংগঠনগুলো আগে থেকে ইরানে মৃত্যুদণ্ডের উচ্চহারে প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।
তবে জাতীয় নিরাপত্তা ও গুপ্তচরবৃত্তির মামলাগুলো সাধারণত গোপন বিচার প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন হয়।
আরও পড়ুন :
ইসরাইলের হামলায় নিহত হলেন আরও দুই ইরানি ক্রীড়াবিদ, মৃতের সংখ্যা বেড়ে ২৬
“ধোনির থেকেও বড় টেস্ট উইকেটকিপার-ব্যাটার পান্ত” — সঞ্জয় মাঞ্জরেকারের চাঞ্চল্যকর মন্তব্য